Friday, 29 August 2025

পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম









পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


মানুষের আজও বর্বর অবস্থা | সভ্যতা মাত্র ত্বকস্পর্শী | মনুষ্যহৃদয়ে তা প্রবেশ করতে পারেনি | এখনও সেই আদিম বলবৃত্তিরই জয় | তাই ধর্মকথায় মাত্র কাজ হবে না | অধর্মনাশে শক্তিপ্রয়োগ চাই | এই শক্তিপ্রয়োগ ধর্মবুদ্ধি দ্বারা চালিত হওয়া শ্রেয় | এইমাত্র | নচেৎ, মস্ত মস্ত প্রবচনে অধর্মের গায়ে আঁচটি পর্যন্ত লাগবে না | সবই সংখ্যা ও কুশাস্ত্রের খেলা রাজনৈতিক দুর্বৃত্তের সাহায্যে | সনাতন ভারতসভ্যতার পরিপূর্ণ পুনরোত্থানের জন্য চাই মহা একতা, লোকসংগ্রহ, যার সূচনা আদি শঙ্করাচার্য করে গেছেন, যে ভাবান্দোলন প্রবল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে আজও চলেছে | শঙ্কর, রামানুজ, মধ্ব, বল্লভ, নিম্বার্ক, কবীর, দাদু, নামদেব, তুকারাম, সুরদাস, রামদাস, শিবাজী, গৌরপাদ, রামানন্দ, অণ্ডাল, নায়ানার, আলওয়ার, নানক, তেগ বাহাদুর, গোবিন্দ সিং, মীরা, জয়দেব, চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, আগমবাগীশ, রামপ্রসাদ, রামমোহন, দেবেন্দ্রনাথ, দয়ানন্দ, কেশবচন্দ্র, রামকৃষ্ণ, বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, অরবিন্দ, প্রণবানন্দ, হেড্গেওয়ার, গোলওয়ালকার, রমণ মহর্ষি, প্রভুপাদ, রঙ্গনাথানন্দ, প্রেমানন্দ গোবিন্দ শরণ---এই সব অজস্র মহাপুরুষের দ্বারা সহস্রাধিক বর্ষ ধরে এই ভাববিপ্লব ঘটে চলেছে সনাতন ধর্ম ও সংস্কৃতির পুনরোদ্ধারের, পুনর্প্রতিষ্ঠার, ও ভারতে প্রবিষ্ট অধর্ম নাশের | রাজনীতি বলিষ্ঠ হওয়া চাই, ধর্মনিষ্ঠ, সত্যপরায়ণ | তার নীতি যদি গীতোক্ত ধর্মগ্লানি দূরীকরণের সূত্রানুযায়ী হয় ত' এই উদ্ধারকর্ম সঠিক সম্পন্ন হবে, নচেৎ নয় | 


আমাদের কর্ম তাই ব্যক্তিতে ও সমাজে ধর্মজীবন গড়া | উপায় পরমহংসপ্রদর্শিত কামিনীকাঞ্চণত্যাগ, ও সেবার সঠিক পথ অবলম্বন, বিবেকানন্দবোধে যথাযথ উপনীত হওয়া ও ধর্মরক্ষায় ও সমাজগঠনে জীবনপাত করা |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment