POESY:
পঁচাত্তরে পদ্য,
এই সদ্য সদ্য
●●●●●●●●●
পঁচাত্তরে এসে
শেষে কিনা মার্কিন দেশে ?
আহা ! আহা !
🕉 স্বাহা ! স্বাহা !
জন্ম নাহি যার,
তবু জন্মদিন তাহার,
হ'ক মহানন্দ,
ঘুঁচুক ধন্ধ,
মনের দ্বন্দ্ব,
সব মিটুক |
প্রভুর প্রেমে
আসুক আশীষ নেমে
ওই বিনীতা নত মস্তকে !
দেখো যেন আবার ভ্লাডিভস্টকে
না যাও চলে |
এই বলে
যে যেথা বরফ গলে
সেথা থাকব না |
কারো কথা আর রাখব না |
জয় জয় নীতাদির জয় !
জয় পঁচাত্তরেও অকুতোভয় !
ভাবো, "প্যাঁচাল পারে বেটা, কি যে কয় ?"
আমি বলব, "এমন নীতাদিও কি কারও হয় ?"
ছড়িয়ে ছড়া কার ?
ছড়াকার
ভাঁড় সুগত |
No comments:
Post a Comment