Friday 31 May 2024

প্রত্যুত্তরের প্রত্যুত্তর


প্রত্যুত্তরের প্রত্যুত্তর 

☆☆☆☆☆☆☆☆☆


পুরুষ সিংহের ন্যায় বেদান্ত প্রচার কর্তব্য অনাত্মার [দেহমনের] মায়া ত্যাগ করে একেবারে শত্রুর দূর্গের মধ্যে প্রবেশ করে | মিষ্টি মিষ্টি ভাষায়, মেয়েলী ভাবভঙ্গি করে নিজেকে সুরক্ষিত রেখে এ কাজ নিরর্থক, নিষ্ফল | 


"তেলা মাথায় তেল দিয়ে কি হবে ?" বলেছিলেন আমাদের স্বামী রমানন্দ | যেখানে ঘোর অন্ধতা, সেখানে প্রচার করা কর্তব্য | অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র উপযুক্ত ক্ষেত্র কিন্তু স্বামীজী বলেছিলেন সারা বিশ্বে ছড়িয়ে পড়তে বেদান্তবাণী নিয়ে | তা হয়নি, হচ্ছে না, হওয়ার কোন উপক্রমও নেই | 


বেদান্ত প্রচারের দশা আজ স্বামীজীর আকাঙ্ক্ষিত পুরুষ ভাব ত্যাগ করে অতিকমনীয় মেয়েলী ভাব আশ্রয় করে হচ্ছে | তাও এমন জায়গায় যেখানে মানুষ 'dollar imperialism'এর দ্বারা চালিত, সারা বিশ্বকে নিঙড়ে নিয়ে নিজ জীবনের সুখসম্পদ রক্ষা ও বর্ধনে ব্যস্ত যাঁরা | পৃথিবী রসাতলে যাক, তাতে কি ? আমরা সমৃদ্ধিশালী দেশের বেদান্তবন্ধু | আমরা অরাজনৈতিক তো বটে, তাই বলে আমরা অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলব না ? এ তো এক প্রকার কাপুরুষতা, আপস, মহামায়ার অবিদ্যাশক্তির সাথে সমঝোতা |


পুরুষ সিংহ চাই, মেয়েলী বেদান্ত প্রচারক নয় | সিংহ শাবক তৈরি করতে হলে নিজে সিংহসম হতে হবে | "Let the lion of Vedanta roar." স্বামীজীর এই বজ্রবাণী কি effeminacyর সাথে ঘর করে ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose) 


পুনশ্ত : "খোল-করতাল বাজিয়ে লম্ফঝম্প করে দেশটা উৎসন্নে গেল। একে তো এই dyspeptic (অজীর্ণ) রোগীর দল, তাতে আবার লাফালে ঝাঁপালে সইবে কেন? কামগন্ধহীন উচ্চ সাধনার অনুকরণ করতে গিয়ে দেশটা ঘোর তমসাচ্ছন্ন হয়ে পড়েছে। দেশে দেশে, গাঁয়ে গাঁয়ে যেখানে যাবি, দেখবি খোল-করতালই বাজছে! ঢাকঢোল দেশে তৈরি হয় না? তুরীভেরী কি ভারতে মেলে না ? ঐ-সব গুরুগম্ভীর আওয়াজ ছেলেদের শোনা। ছেলেবেলা থেকে মেয়েমানষি বাজনা শুনে শুনে, কীর্তন শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল! এর চেয়ে আর কি অধঃপাতে যাবে ? কবিকল্পনাও এ ছবি আঁকতে হার মেনে যায়! ডমরু শিঙা বাজাতে হবে, ঢাকে ব্রহ্মরুদ্রতালের দুন্দুভিনাদ তুলতে হবে, 'মহাবীর, মহাবীর' ধ্বনিতে এবং 'হর হর ব্যোম্ ব্যোম্' শব্দে দিগ্দেশ কম্পিত করতে হবে। যে-সব music-এ (গীতবাদ্যে) মানুষের soft feelings (হৃদয়ের কোমল ভাবসমূহ) উদ্দীপিত করে, সে-সব কিছুদিনের জন্য এখন বন্ধ রাখতে হবে। খেয়াল-টপ্পা বন্ধ করে ধ্রুপদ গান শুনতে লোককে অভ্যাস করাতে হবে। বৈদিক ছন্দের মেঘমন্দ্রে দেশটার প্রাণসঞ্চার করতে হবে। সকল বিষয়ে বীরত্বের কঠোর মহাপ্রাণতা আনতে হবে। এইরূপ ideal follow (আদর্শ অনুসরণ) করলে তবে এখন জীবের কল্যাণ, দেশের কল্যাণ। তুই যদি একা এভাবে চরিত্র গঠন করতে পারিস, তা হলে তোর দেখাদেখি হাজার লোক ঐরূপ করতে শিখবে। কিন্তু দেখিস, ideal (আদর্শ) থেকে কখনও যেন এক পা-ও হটিসনি। কখনও সাহসহীন হবিনি। খেতে শুতে পরতে, গাইতে বাজাতে, ভোগে রোগে কেবলই সৎসাহসের পরিচয় দিবি। তবে তো মহাশক্তির কৃপা হবে।"


~ স্বামী বিবেকানন্দ

Thursday 30 May 2024

MEN WITH STRONGER SPINE WILL AS YET APPEAR TO BRING TO FRUITION SWAMIJI'S MESSAGE OF MANHOOD



MEN WITH STRONGER SPINE WILL AS YET APPEAR TO BRING TO FRUITION SWAMIJI'S MESSAGE OF MANHOOD 


We need men, not effeminates to rouse the world to the virile message of the Vedanta. Remember, Swamiji hated effeminacy. So did the redoubtable revolutionary, Rash Behari Bose, an ardent follower of Swamiji, one who became Geeta incarnate in revolutionary action rather than being a pretentious, cowardly, passive preacher of the doctrine while failing to resist the adversary in real terms. Manhood, Swamiji invoked in his followers but, alas, to what effeminate effect in some of his celebrated followers who are making a mockery of his message! But others with stronger spine are there as well and legions will follow. 🕉 Hindu!


Written by Sugata Bose

"I SHALL CONTINUE TO SOUND THE GONG," SAID SWAMIJI. BUT THEY REJECT HIM SO BAD.




"I SHALL CONTINUE TO SOUND THE GONG," SAID SWAMIJI. BUT THEY REJECT HIM SO BAD.


I shall neither pander to organisational vanity nor to individual fame with massive fan-following but shall articulate what I find pertinent in Swamiji's masculine message of the Soul. Vedanta must come alive in the veins like volcanic lava pouring out and metamorphosing men out of weaklings with pronounced effeminacy. Then shall Vedanta be served best when the enemy terrain is traversed and the adversary conquered not with sweet-sounding accomodating articulation but with thunderous expression of the bare brutal truth. Remember what Swamiji said, "Truth does not pay homage to any society, ancient or modern. Society has to pay homage to Truth or die." So, Truth is my ideal, not any society, religious or otherwise, however exalted. No individual, however lionised in society, is my ideal. As such, to awaken my brethren across the world, "I shall continue to sound the gong," as my hero Swami Vivekananda had put it to his brave disciple Nivedita. 🕉 Hindu!


Written by Sugata Bose

হিন্দুরক্ষা করে কে ?





হিন্দুরক্ষা করে কে ?

☆☆☆☆☆☆☆☆☆


সন্ন্যাসী প্রতিষ্ঠানের কর্তব্য সন্ন্যাসী প্রতিষ্ঠান ঠিক করবেন, তা তো ঠিকই | আমরা বলার কে ? তবে যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়ান, উপরোন্তু অন্যায়কারির ভিন্নভূমিকায় গুণকীর্তণ করেন, তবে এমন প্রতিষ্ঠানের ওপর হিন্দুরক্ষার বিশেষ আশা দেখি না, ভরসা পাই না | এর চেয়ে আত্মরক্ষায় তৎপর হওয়া ভাল, যে সকল প্রতিষ্ঠান জিহাদের বিরুদ্ধে সোচ্চার হন, ঘোর সংকটকালে হিন্দুর পাশে দাঁড়ান, তাঁদেরই প্রতি অধিক আস্থা রাখা বুদ্ধিমানের কাজ | অবশ্য, এখানে আন্তর্প্রাতিষ্ঠানিক আধ্যাত্মিক মানের কোন তুলনামূলক বিচার করা হচ্ছে না, মাত্র মানসিকতার | 🕉 হিন্দু !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

Wednesday 29 May 2024

রলিভ, গলিভ, চলিভ


রলিভ, গলিভ, চলিভ

☆☆☆☆☆☆☆☆☆☆


স্বামী সর্বপ্রিয়ানন্দের মুখে প্রায়ই কাশ্মীরী শৈবধর্মের কথা শুনি | ওঁকে অনুরোধ করছি কাশ্মীরে গিয়ে কট্টর মুসলমানদের ওই বেদান্তটি প্রচার করুন | ওদের বিশেষ জানা দরকার ব্যাপারটা | ঐতিহ্য বলে কথা | ভুলতে দেওয়া যায় না | আর পৃথিবীতে এত বড় বেদান্তিই বা পাব কোথায় ? তাই এই অনুরোধ | অবশ্য উনি কলকাতার ইমামদেরও এ সব বৈদান্তিক তত্ত্ব সর্বধর্মসমন্বয়ের পবিত্র কর্মরূপে বলতে পারেন প্রথমে কারণ কাশ্মীরটা অনেক দূর তো | যেতে সময় লাগবে | যদি পারেন তো বুঝি বৈদান্তিক বটে | স্বামীজী কিন্তু শত্রুর দূর্গের মধ্যে প্রবেশ করে বেদান্ত দ্ব্যর্থহীন ভাষায় কোনভাবে আপস না করে, কোমল না করেই বলেছিলেন | দেখি তার পুনরাবৃত্তি | তবে তো ব্রহ্মবীর্যপ্রকাশ | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির সৌজন্যে

সাধু শক্তিমান মৌন থাকলেও




সাধু শক্তিমান মৌন থাকলেও

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


ত্যাগে বাসনার বিবর্জন, শক্তির আবাহন | তাই সাধু শক্তিমান | মৌন থাকলেও মহাশক্তির আধার | সবাই তো দয়ানন্দ-বিবেকানন্দ-প্রণবানন্দ হতে পারবেন না | কিন্তু তাঁদেরও ভ্রুকুটি হতে শাসক সাবধান ! সাধুর অসন্তোষ ভয়ঙ্কর | তার প্রকৃষ্ট প্রমাণ কমিউনিস্টরা বাংলায় পেয়েছেন | রামকৃষ্ণ মিশনের সাথে শত্রুতা করার কর্মফল আজ তাদের করামলকবৎ | এবার তৃণমূল শাসনে রামকৃষ্ণ মিশন প্রহৃত | এর ভীষণ পরিণামও অচিরেই দৃশ্যমান হবে | তখন বুঝবে, বাবাজীবন, সাধু কাকে বলে, সন্ন্যাসী বিদ্রোহ প্রকাশ্যে ও পরোক্ষে কিরূপ ফলদায়ী হয় | এই সন্ন্যাসীই আমাদের সনাতন সভ্যতার ধারকবাহক | এঁর অপমান ভারতমাতা কখনও সহ্য করেন নি, করবেনও না | শুধু কালের প্রতীক্ষা | তাই অধ্যাত্মজীবনে তিতিক্ষার এত মাহাত্ম্য |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

Tuesday 28 May 2024

COMMENTS GALORE ... 57


COMMENTS GALORE ... 57


Sugata Bose @Manash Dutta : এ তো হিন্দুজনোচিত কথা হল না | আর 'তিমির অবগুন্ঠনে বদন তব ঢাকি' কেন ? প্রলাপ অর্থহীনই হয় কিন্তু কোথায় পেলেন এত প্রলাপবাক্য আমার Profile Wallএ ? সবটা না হ'ক কিছুটা পড়ুন, নইলে যে আপনার বোধগম্য হবে না আমার বৌদ্ধিক অবস্থান | তবে আপনার আক্রমণের উৎসটি ভাল, হিন্দুর কাপুরুষতার বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা এবং বাংলার বক্রবুদ্ধিজীবীর কপট পাণ্ডিত্যের কাছে ও সরকারপ্রদত্ত ভাতার কাছে আত্মসমর্পণ---সম্ভবতঃ এই দুই মূল কারণ | কিন্তু সনাতন সভ্যতার রক্ষাকল্পে কাজ করছেন যাঁরা, এমন ধর্মযোদ্ধাদের আক্রমণ করলে তো চলবে না বন্ধু | সে তো আত্মহনন হয়ে যাবে | তাতে শত্রু অধিকতর শক্তিমান হবে, নিজবল হ্রাস পাবে | 


শুধু নেতিবাচক কাজ করলে চলবে না, যথা মানুষকে গালমন্দ করা | এতে জনসমবেদনা (public sympathy) হারাতে হবে | ইতিবাচক কর্মও করতে হবে, যথা উচ্চমানের বৌদ্ধিক রচনা প্রকাশ, শাস্ত্রালোচনা ইত্যাদি | Mere sloganeering will be of no avail. উচ্চরবে শুধু কলরবে কাজ 'চলবে না রে, চলবে না' | অতএব, সম্মিলিতভাবে সংগ্রামে নামুন, যে যেমন পারেন | আমি রচনার মধ্য দিয়ে হিন্দুজাগরণের কাজ করছি | আপনি আপনার মত করুন | Let us stop cavilling and cursing each other and in cooperative, conjoint, coordinated action work towards strengthening the Hindu polity that it may protect itself and preserve its civilisation that has its roots in remotest but brightest antiquity. 🕉 Hindu!


Sugata Bose @Parag Kumar Mitra :  You have a wry sense of humour. Also a nice play with words. Humour, of course, is a sign of sharp intellect, especially when so subtly delivered.


Sugata Bose @Indrani Dey : No amount of money-making maketh a nation Vishvaguru in the spiritual sense. That is what I meant. We are already for ages Vishvaguru, being the land where sprang and flourished the Sanatan Dharma, the science of the Self, whence the flood of the Dharma deluged the world setting civilisations in motion. The whole of Asia and parts of Europe bear testimony to that. Hence, this constant assertion that we will one day become Vishvaguru or the spiritual preceptor of the world by dint of burgeoning economy is puerile and poor in taste and civilisational comprehension. 🕉 Hindu!


Sugata Bose @Manash Dutta : Do you imply by this statement that the TMC Government has been so anarchical that the Central Government should have long back imposed President's Rule in West Bengal?


Sugata Bose @Mbra Sakib Hasan II : What else? Ought I to start with the Qur'an and end with the Fatah-e-Ālamgiri? Would that be a better representation of the Sanātan Dharma? 🕉 Hindu!


Sugata Bose @Manash Dutta : 4th June (2024) [Lok Sabha Election Result Day] will reveal. Be ready to swallow your own words then in case...


Sugata Bose @Chanakya Charitro : তাহলে আর বেদান্ত কি ? মুখে 'আমি আত্মা' আর কর্মে 'আমি দেহমন' ? এ তো বেদান্তের ব্যভিচার | ভয়কেই যদি জয় না করা গেল তো 'অভীঃ' শব্দ প্রচারে hypocrisy হয়ে গেল না ? মুখে বেদান্ত, মনে ভয় | বড়ই ভয়ানক | এতে তো কাজ চলে না | প্রচার করব দিবারাত্র 'আমি Pure Consciousness' আর কার্যক্ষেত্র খুঁজব safe place যেখানে প্রাণের ভয় নেই ও জীবন অনাড়ম্বর হলেও স্বচ্ছন্দ ? এমন বেদান্তে কোন্ সুরক্ষা আসবে নিপীড়িত হিন্দুর মুসলমানের হাতে, কোন্ মার্কিন সরকার জঙ্গি হামলা থামাবে পৃৃথিবীতে, কোন্ যুদ্ধক্ষেত্রে পাঞ্চজন্য বাজবে অধর্মনাশের জন্য ? স্বামীজী শুধু নিজে সাহসী ছিলেন তা নয় | তিনি তাঁর অনুগামীদেরও সাহসী হতে উদ্বুদ্ধ করেছিলেন | কিন্তু হল কই ? বিস্তারিত লিখলে অনেক 'মহাপুরুষ' সম্বন্ধে অপ্রিয় সত্য কথা বলতে হবে যা এই মুহূর্তে এখানে অনভিপ্রেত | তাই বিরত রইলাম | দেখি নিজে সম্পূর্ণ ভয়হীন হতে পারি কিনা | ওইখানে পরিক্ষা | 🕉 হিন্দু !


Sugata Bose @Manash Dutta : Perish? At whose hands? What is your suggestion to avoid such a fatality?


Sugata Bose @YouTube [NDTV] : Makkah Islam going on in India with sporadic Madinah Islam interspersing course. The Maulana is lying about Islam. He is a munafiq therefore.


Sugata Bose @Manjunath Narasimhamurthy : Indeed they are doing so. A suicidal race that never learns from past mistakes and its savaged history at the hands of invaders, settlers and colonisers, in short, fanatical Abrahamic religions that are scripturally or institutionally mandated to destroy pagan religions among which 'polytheistic' Hinduism is uppermost unfinished business. 🕉 Hindu!


Sugata Bose @Kanu Debroy : Perfect. Hence, help me spread the message. Do not be passive but arise lionlike in defence of the Dharma with unfaltering voice, intrepid articulation and masculine march unto the aspired end. 🕉 Hindu!


Sugata Bose @Debaprasad Bhattacharya : Yes, indeed, and a host of allied Hindutva books written by him (Sitā Rām Goel)


Sugata Bose @হিড়িম্বাপুত্র ঘটোৎকচ : What to do? This (Facebook) is the only available space right now under the existent circumstance. And X.


Sugata Bose @Indibar Gurdas Mukherjee : And this was not the first exodus of Kashmiri Pandits (Hindus) by Kashmiri Muslims but the seventh such. For 1300+ years Islamic atrocity has been going on on the Hindus. From no Muslim in the subcontinent they are now 33% of its population and growing, with a corresponding increase in their perpetrated acts of violence inspired by the doctrine of Jihad.


Sugata Bose @Facebook friend : So what? Be brave enough to brave the assault.


Sugata Bose @Satyanand Bhattacharjee : Bharatvarsha has done it throughout history, risen in civilisation holding herself by Dharma.


Sugata Bose @Sadhan Kumar : Thank you for pointing it out. Rectified it hopefully. Keep correcting me likewise in the future as well whenever I err in spelling as now. Purity of linguistic culture demands it.


P.S. You are a good teacher who teaches through hints, leaving the taught to discover where he has erred, rather than disclose his error directly.


Sugata Bose @Debashish Chittaranjan Roy : Ahalyābāi Holkar actually. The online version Ahilyābāi is incorrect in terms of spelling. Kindly note this. অহল্যাবাই হোলকার |


Sugata Bose @SuvRo BoSe : Really? Then why is it that in Muslim-majority constituencies all parties field Muslim candidates?


Sugata Bose @SuvRo BoSe : So, what? Hindu-Muslim discussion---is it also not valid in a democracy, if even on titular Constitutional basis it happens to be secular? Is it not being done on citizens with divergent ideological persuasions? Are you conversant with Islamic oppression of Hindus over the last 1300 years and running? 🕉 Hindu!


Sugata Bose @Goutam Ghosh : Because Kumbhakarna is courageous whereas pretending Hindus are cowards.


Sugata Bose @YouTube [NewsX Live] : This is not the original voice of Swami Vivekananda. There was no facility in those days to record such a long speech. Please do not spread misinformation like this. Verify facts before presenting.


Sugata Bose @YouTube [Hothat Jodi Uthlo Kotha] : Fantastic presentation as always. Clear, bold, unhesitant, unfaltering, impeccable articulation. An example for others to emulate. May Mother bless you! 🕉


Sugata Bose @Jayanti Rakshit: I am doing my work in an intrepid manner. So do you. So will others follow. In this way a movement will build on. And there are kindred spirits everywhere who are making their individual and collective efforts. Out of this cumulative force will be born a string of leaders and organisations who will bring about the aspired for transformation. The RSS has been doing seminal work in this regard since 1925. But they are yet to see much wider and deeper popular participation. But the movement is in the right direction and gathering momentum. Swamiji has prophesied his readvent 200 years from his previous appearance along with Sri Ramakrishna who is due as per his prophecy in 2036 or thereabouts. Till then let us grease the wheels of the Dharmachakra and lend momentum to the movement of mass awakening that will usher in a golden age of Sanatan civilisation at its highest. 🕉


Sugata Bose @Arun Sengupta : Eternal relation, that of divinity arbitrarily imposed on humanity by force which necessitates such reaction which you are opposed to.


Sugata Bose @Halley Goswami : He (Chandra Kumar Bose) has not read the Qur'an nor the Hadees nor the Sira. How will he know the principle, purpose and politics of the whole system that is exemplified in the barbaric history of this movement that has mounted skulls to form minars time and time again, desecrating holy India, destroying her civilisation and sending 80 million Hindus to the Fire, as they say, not we? Ignorance posing as wisdom faces this predicament. This, alas, is the state of 'educated hardly-Hindus' and this must change with the progressive exposure of core Islamic doctrines online, a movement that is being bravely spearheaded by ex-Muslims but is being hindered by cowardly apologists in the guise of spreading an impossible harmony with a creed fundamentally poised to eliminate all else from the face of the earth barring itself. 🕉


Sugata Bose @Anil Kumar Nigam : This is exactly what happens when one reads the scriptural text instead of indulging in vain imagination about the beauty of the religion. The sheer toxicity leaves you reeling.


Sugata Bose @Sanjeev Shrivastava :

 

Both Meloni and Modi are well aware of the demographic danger and are taking measures to avert the prospective catastrophe. So, their glee, so aptly captured here in frame, is suggestive of their optimistic mode in adopting the relevant measures within reasonable bounds, though, for, after all, democratic constraints do restrain governments from being dictatorial to a diabolical degree after all, and neither Meloni nor Modi, despite belonging to far right political parties, are fascist after all.


Sugata Bose @Joseph Naduvilpeedika Who is Netaji to stop the propagation of truth? And what is this 'Netajian' all about? You have not the knowledge of history, Christian and Islamic, that has destroyed Hindu India. Hence, your objection in ignorance of facts. We hardly do anything in India than reveal historical truths and Abrahamic scriptural tenets that lie at the basis of what we have suffered and continue to do. Had it been any other country that had undergone such a historical hurt and yet survived,---for both Christianity and Islam have wiped off civilisations---you would have seen a vitriolic response, vigorous and even vicious, which you do not see in us, for we are civilised Hindus. Study the history of Islamic and Euro-Christian colonial Bharatvarsha before you speak words of 'wisdom' advising any as to what they should do or what Netaji would have allowed or not. At any rate I am no slave to Netaji or any, myself being a sovereign soul within civic and civilised bounds. 🕉


Sugata Bose @Joseph Naduvilpeedika : And why only humanism? Why not animism as well and all such paraphernalia that have historically abounded? Why be so segmented and sectarian, so to say, communal in your mind, perhaps, as to place humanism above all when it falls well short of the absolute divine ideal? Your partial affirmation is exceeded in articulation and scope by the Sanatan Dharma way way more. Brother, that is what Hinduism is all about, universal in scope and acceptance, unlike your Abrahamic religions which are one-sided and narrow, condemning non-believers to Hell and rewarding believers with Heaven, and creating division between man and man thus. Humanism is but a fraction, a tiny bit, of the Sanatan Dharma, and blessed be it by the benediction of the Vedas for the welfare work that it may be doing at the present moment before it finds its roots in the Upanishads. That is why I say, study Vivekananda and dispel delusion. Had you done so, you would have understood the import of the post better and blessed me instead of reviling me in whatsoever meagre amount. 🕉


Sugata Bose @Sanjeev Shrivastava : Superbly written. You really have a sense of humour, a vanishing attribute, alas, these days.


Sugata Bose @Joseph Naduvilpeedika : The Sanatan Dharma is universal, not communal like the Abrahamic religions. Therein lies the difference between dharma and religion.


Sugata Bose @Sayan Bhattacharjee : No time to entertain your misperception of my post.


Sugata Bose @Sayan Bhattacharjee : If you have no sense of literary punning, the fault, dear friend, is yours, not mine.


Sugata Bose @Bhaskar Nath : Thank you. You are a friend in that regard, a comrade-in-arms. [Bhaskar Nath has confirmed having read the Islamic trinity of scriptures.]


Sugata Bose @Nilanjana Chakraborty : পারেন বইকি | পারমার্থিক তত্ত্বজ্ঞাপনে তাঁর নির্ভুল সিদ্ধান্ত হলেও, জাগতিক বিষয়ে তাঁর ভুল প্রতিবারই হয়েছে এযাবৎ যে কারণে পরবর্তী আবির্ভাবে তা সংশোধনের প্রয়াস ইতিহাসে পরিলক্ষিত হয় | অবতার দেবমানব, স্বামী সারদানন্দের ভাষায় | দেবরূপে সনাতন সত্য নিরূপণে ও প্রবর্তনে অভ্রান্ত কিন্তু মানবরূপে জাগতিক প্রয়োগে কখনও কখনও ভ্রান্ত | তথ্যের ভিত্তিতে জগদ্বিষয়ে বিজ্ঞানীরা যা বহু আয়াসে সিদ্ধান্তে পৌঁছান, নিছক আধ্যাত্মিক দর্শনসহায়ে তা সম্ভব নয়, এ কথা সর্বজনবিদিত ও ইতিহাসে প্রমাণিত | আধ্যাত্মিক বিষয়ে আধ্যাত্মিক সিদ্ধান্ত প্রযোজ্য, অন্যত্র নয় | ইসলাম সম্বন্ধে মন্তব্যের পূর্বে ইসলামীয় শাস্ত্র ও ইতিহাস না জানা থাকলে ভ্রান্তি হবেই | তাই হয়েছে | খ্রীষ্টপন্থা সম্বন্ধেও একই ভুল হয়েছে কারণ এ ক্ষেত্রেও অবতারের উক্তি আংশিক ও অসম্পূর্ণ | বিজ্ঞানসহায়ে সিদ্ধান্তই শ্রেয় কারণ তা তথ্যনির্ভর, যুক্তিশীল ও ইতিহাসের সাপেক্ষে উপনীত | 🕉


Sugata Bose @











































সাধুর অভিশাপ হতে সাবধান !







সাধুর অভিশাপ হতে সাবধান !

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


হিন্দুদের সহিষ্ণুতাকে প্রতিপক্ষ যেন দুর্বলতা বলে ভুল না করেন | সংযম শক্তিকে পুঞ্জিভূত করে, ব্যয়িত করে না | কিন্তু পুঞ্জিভূত শক্তি ভীষণাকার ধারণ করে অতিরিক্ত প্ররোচিত হলে | তখন হিন্দু স্বধর্মরক্ষায় আত্মবলিদানে পশ্চাদপসরণ করেন না | শান্ত হিন্দু তখন ক্ষাত্রবীর্যে বলীয়ান হয়ে রণতাণ্ডবে মেতে ওঠেন | ইতিহাস এর সাক্ষ্য দেয় | গুরু গোবিন্দ সিংহ এর প্রকৃষ্ট প্রমাণ | স্বর্ণাক্ষরে লেখা স্বধর্মরক্ষায় তাঁর পূর্ণ পরিবারের অপূর্ব বলিদান | ছত্রপতি শিবাজীর মোগলনাশযজ্ঞ, দয়ানন্দ স্বামীর হিন্দুসংগঠন, বিবেকানন্দ-প্রণবানন্দের হিন্দুজাগরণ ও আরও আধুনিক কালে গোপাল মুখপাধ্যায়ের (গোপাল পাঁঠার) হিন্দুহননের যথাযথ প্রত্যুত্তর আশা করি হিন্দুবিদ্বেষীগণ ভুলে যান নি | 


হিন্দুদের যথেচ্ছ ধমকানো, হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে বন্দুকধারী গুণ্ডা প্রেরণ, হিন্দু সন্ন্যাসীদের লাঞ্ছনা, তাঁদের সম্বন্ধে অপভাষণ, হিন্দুদের গণহননের হুমকি, হিন্দুর দেবদেবীর যথেচ্ছ অবমাননা, সংস্কৃতির নামে জঘন্য বিবরণ, এ সবের মাত্রা ক্রমশঃ সহ্যের সীমা অতিক্রম করতে চলেছে | এর প্রতিফল অবশ্যই পাবেন যাঁরা হিন্দুর সর্বনাশসাধনে নিত্য নিয়োজিত | কিন্তু সহনশীল হিন্দুর ধৈর্যের বাঁধ এখনও ভাঙেনি | সাবধান ! সাধুর অভিশাপ ভয়ঙ্কর ! তা কিন্তু লঙ্কাদহনের ক্ষমতা রাখে | অতএব ঐহিক শক্তিতে প্রমত্ত হয়ে ঐশী শক্তির পরিক্ষা নেবেন না | সব ভস্মীভূত হবে দশাননের স্বর্ণলঙ্কা যথা | সন্ন্যাসীর শাপ হতে সাবধান !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

ধর্মের কল বাতাসে নড়ে কিন্তু হিঁদুর কর্ণকুহরে নড়ে কি ?


ধর্মের কল বাতাসে নড়ে কিন্তু হিঁদুর কর্ণকুহরে নড়ে কি ?

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


রাজন্যা দেবাংশুকে আল্লার অংশ বলায় এমন প্রতিবাদ হল যে ভয়ে তিনি ক্ষমাপ্রার্থী হলেন ও YouTube থেকে video delete করলেন তৎক্ষণাৎ | অথচ তিনি দেবাংশুকে দেবের অংশ, রামের অংশ, হনুমানের অংশ, যীশুর অংশও বলেছিলেন | তাতে কোন গোল বাঁধে নি, কেউ আপত্তিও করেন নি | করলেও ধর্তব্যের মধ্যে আনতেন না তিনি কারণ এমনই তাঁর দলের (তৃণমূল কংগ্রেস) বিধান যেখানে অবাধে হিন্দুর অপমান চলে একেবারে শীর্ষ নেতৃত্ব (মমতা বন্দ্যোপাধ্যায়) হতে শুরু করে নিম্নতর ক্ষেত্র পর্যন্ত (হুমায়ুন কবীর) | শিবকে নোংরা অপমান করলেও তাঁর দলের নির্বাচনের প্রার্থী হওয়া যায় (সায়নি) | মা কালীকে কটাক্ষ করলেও অনুরূপ প্রার্থী হওয়া যায় (মহুয়া মৈত্র) | কবির কলঙ্ক হয়ে শ্রীজাত মহাদেবকে নিয়ে নোংরা ছড়া রচনা করলেও কেউ প্রতিবাদ করেন না, বঙ্গের বক্রবুদ্ধিজীবিরা তো নয়ই | এমন কি অগণিত ভক্তরাও মৌন | তাই হিন্দুর আজ এই দশা !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

Monday 27 May 2024

MESSAGES GALORE ... 73


MESSAGES GALORE ... 73


1. তৃণমূল শাসিত গত ১২ বছরে তাহলে ২৪,০০০ মসজিদ তৈরি হল পশ্চিমবঙ্গে? গড়ে ২,০০০ প্রতি বছর? কোন দিকে চলেছে শ্যামাপ্রসাদের বাংলা?


2. ৩৪ বছর বামফ্রন্ট আর ১২ বছর তৃণমূল বাংলায় হিন্দুর সর্বনাশ সাধন করল মুসলমানতোষণ করে | এমন তো শ্যামাপ্রসাদ চাননি |


3. আমার হিন্দুজাগরণরচনার স্বল্পসহযোগ লক্ষ্য করে দুঃখবোধ হয় যে সাধারণ ভক্তরা কী ভয়ঙ্কর কাপুরুষ !


4. আমি কাফির, মুশরিক, তাই জাহান্নমের যাত্রী | অন্তিম দিন মানি না, তাই অগ্নিযোগ্য অবশ্যই | দোজখের দোস্ত আমি, এস', বন্ধু, এস' |


5. শ্রীরামকৃষ্ণ ৫০ বছরের জীবনে যা করে দিয়ে গেলেন তার প্রভাব আগামী ৫০০০, ১০০০০, ৫০০০০ বছর থাকবে, যতদিন মানবসভ্যতা থাকবে ততদিন |


6. We must radically Hinduise Bengal which is right now going the reverse way of radical Islamisation. And this must begin with ALL Hindu organsations coming together, shedding apolitical cowardly pretensions.


7. মানুষ মিষ্টি মিষ্টি মিথ্যে শুনতে ভালবাসেন, তেতো সত্য শুনতে পছন্দ করেন না | আর সনাতন সভ্যতার বিপদের কথা শুনতে ভয় পান | এঁরা ভক্ত |


8. আমার সাহস থাকলে কি হবে ? আমার পাঠকরা তো ভয়ে সব সিঁটিয়ে আছেন নয় অনীহায় নির্বিকার | সাধে হিন্দুর এই দশা বাংলায় !


9. যত কাপুরুষ তত ভক্ত |


10. নিজের জীবনটা নির্বিঘ্নে কাটলেই হল | বলি, নাতিনাতনীর জন্য কি রেখে যাচ্ছেন ? ইসলামীয় বাংলা ? ইসলামীয় ভারত ?


11. রাজন্যা দেবাংশুকে আল্লার অংশ বলায় তার এমন প্রতিবাদ হল যে ভয়ে তিনি ক্ষমাপ্রার্থী হলেন ও YouTube থেকে video delete করলেন তৎক্ষণাৎ |


12.

Pranām to the great patriot and defender of the Hindus, Vināyak Dāmodar Sāvarkar, on his blessed birthday.


Photo: Sāvarkar in the Cellular Jail in animal chains, a mark of British brutality which has been the hallmark of their civilisation.


13. প্রতিহত বাসনার প্রতিক্রিয়ার নাম ক্রোধ |


14.

যাঁর প্রসাদে বিবেকানন্দ, সেই পরমহংসের পূত পদপ্রান্তে প্রণত সকল ব্রহ্মবিজ্ঞানী |


15. The abrogation of Article 370 and Article 35A will remain as the shining achievement of Prime Minister Narendra Damodardas Modi.


16. 'আমাদের দেশ' কথাটা ভাল লাগে | 'আমাদের রাজ্য'---এ কথাটা তত ভাল লাগে না | প্রথম কথাটা একতার, দ্বিতীয়টা বিভাজনের |


17. স্বামীজীর শক্তি ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে | সব ভেসে যাবে |


18. Modi rocks Kolkata. Metropolis queuing up to catch a glimpse of the leader. PM pays reverence at Mayer Bari and Swamiji's Ancestral House, lays floral tribute at Netaji's statue. Iconic leader has rolling success with citizens standing guard on both sides of the roads as Modiji's roadshow rolls on. Bengal connects to Modi as PM wins the hearts of Kolkatans.


19. 'R.বাংলা' টি বেশ দাঁড়িয়েছে |


20. Learnt from the PM a new term---'VOTE JIHAD' which he said the CM was up to. Absolutely revealing!


21. মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নরেন্দ্র মোদীর বায়ু অনেক স্থির | তাই রাজনৈতিক সাফল্যে এত প্রভেদ |


22. প্রাপ্তবয়স্ক মানুষেরা যখন একসাথে চিৎকার করতে থাকেন টেলেভিসনের পর্দায়, তখন ভাবি দেশের সংস্কৃতি কোন নিম্নমার্গে প্রবাহিত হচ্ছে ?


23. Poor administration in Bengal. Corruption eating into its vitals. Minority appeasement and dole-delivery destroying the state.


24.

তৃণমূলের হুমায়ুন কবীর মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন দু ঘন্টার মধ্যে---এই মন্তব্যের প্রতিবাদ কেন হল না, কেন হচ্ছে না ? মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজকে 'দাঙ্গাবাজ' শব্দে অভিহিত করার ধৃষ্টতা দেখান, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন ও ইস্কনের বিরুদ্ধে প্রমাণ ছাড়া অপবাদ দেন, অথচ নিজের দলের নেতা হুমায়ুন কবীরের খুনে হুমকির বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেন না---এ তো ন্যায়বিচারের চূড়ান্ত অপলাপ | কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : নির্ভীক সন্ন্যাসী, ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ) যিনি প্রভূত সমাজসেবার অতিরিক্ত হিন্দু সমাজের সুরক্ষায় নিরলস ব্রতী |


25. দুদিনের জীবন | আজ আছে, কাল নেই | এই তো সত্য | তাই ভয় পাবেন না কাউকে | সত্যটি ধরে থাকুন, দেখবেন ফুৃৎকারে উড়ে যাবে ভয় |


26. জীবন নিরন্তর সংগ্রাম অবিদ্যানাশের, হৃদয়ে ভগবানের অধিষ্ঠান অনুভব করার | সকল উপাধির অপসারণ, ব্রহ্মবিকাশের সাধনা |


27. We are all working against gravity. The flight to freedom is this anti-gravity move.


28. সংস্কৃতি ভাবসমষ্টি | তাই সংস্কৃতিরক্ষা উচ্চভাবের চর্চায় সম্ভব, নিছক নিম্নভাবাপন্ন উন্মাদনার দ্বারা নয় | 🕉 হিন্দু !


29. মৃত্যুর সময় তো আমরা সবাই dispensable commodity of little or no value. তাহলে জীবোদ্দশায় কেন এত আশা রাখা যে কেউ সম্মান দেবে ?


30. এইবার last lap, এক লাফে পার | তারপরই 'পগারপার' | (Reference: 7th and last phase of the Lok Sabha General Election on 01.06.2024.)


31. If India is Islamised, she will die. Hence, Hinduism must in all its comprehensiveness be the dominant dhārmic feature of India.


32. Posterity will pay the greatest tribute to Hedgewar, Golwalkar, Savarkar, Syamaprasad and Modi as the saviours of India.


33. A mockery has been made and is being made of Swamiji's message in the name of (a) being apolitical (b) religious harmony and (c) organisational expediency. It is, perhaps, the inevitable degeneration that sets in in spiritual movements of pristine purity. No wonder Swamiji had said that Buddhas by the thousands would have to be sacrificed at the altar of human freedom.


34. RSSকে সমর্থন করায় কিছু আপদ বিদেয় হল |


35.

টাটা বাবুকে টাটা করে দেবার পর আর শিল্প আসছে না বাংলায় | এখন শুধু মিথ্যা প্রতিশ্রুতির স্মৃতি রোমন্থন করা ছাড়া আর কর্ম নেই কারণ ভবিষ্যৎ তো নেই, আর প্রতিশ্রুতি দেবেন কেমন করে ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : রতন টাটা 


https://www.tatatrusts.org/about-tatatrusts/ratan-n-tata


36. Making cosmetic changes in India will not save her Sanatan civilisation. Divisive doctrines must be banned. But who will and how?


37. We are all constrained by circumstance. But he who can rise above it and fashion circumstance to facilitate progress is the great one.


38. Liberalism is welcome provided it is honest and not selective, partisan and mischievous which make a mockery of it.


39.


বর্বর! আফগানিস্তানকে পুনঃ ধর্মান্তরীত করতে হবে ভারতীয় ধর্মে যথা হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মে ইসলামের কোন চিহ্ন না রেখে | তবেই এ দেশ বাঁচবে |


Barbarians! Afghanistan must be reconverted to the Indic religions, Hinduism, Buddhism, Jainism and Sikhism leaving no trace of Islam. Then alone Afghanistan will come alive.


40. 



সনাতনসূর্য স্বামী দয়ানন্দ সরস্বতী, হিন্দুর রক্ষাকর্তা | 

বেদান্তবিবেক স্বামী বিবেকানন্দ, হিন্দুর সমন্বয়কর্তা | 

হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ, হিন্দুর জাগরণকর্তা |


41. 500,000 Hindus were forced out of Kashmir on 19 January, 1990 by fanatical Muslims aided and abetted by Pakistan. This was Jihad.


42. Makkah Islam going on in India now with Madinah Islam interspersing course. Critical mass for total Islamisation yet to be reached. Provincial pockets already Islamised, though. Jihad rampant there. 


43. The history of Islam gives the lie to what liberals preach about it.


44. হিন্দু, জাগো ! এত কাপুরুষ হলে নিঃশেষ হয়ে যাবে অচিরেই | মুখে বিবেকানন্দ আর আচরণে কাপুরুষতা ? এই কি পৌরুষপ্রদর্শন ?


45. Liberal, thy other name is hypocrite!


46. Democratic Communist? Ah! a contradiction in terms.


47. Where are our Hindu great men and women? Why? They are all Kaffirs, so, burning in Jahannum. The only true religion, Islam, says so.


48. Islam, the religion of peace, says that Kaffirs will all burn in Jahannum. A peace haven indeed! Kaffir, me, am rushing headlong there.


49. Where are my Hindutva friends? Come on, 'like' my posts and spread them like wildfire. 🕉 Hindu!


50. সব স্বার্থপর | নিজেরটুকু বোঝে আর কিছু বোঝে না |


51. Jihad is mandatory in Islam. If a Momin shrinks from it, he is considered a Munafiq and will be treated accordingly.


52. 


ধ্যান করা তো খুব ভাল |


তবে আপত্তি কেন ভাই ?


মৌনাবস্থায় মহাসাগরমাঝে


ধ্যানের বিকল্প নাই |


53. যা পেলাম, তা অনেক পেলাম ; যা পেলাম না, তা প্রভুর মনোনীত নয় | সন্তোষ সবার আগে | এত অভিযোগ কিসের ?


54. তুমি নিজে কি দিলে জগতকে, সেটা চিন্তা কর' | ভগবানের ইচ্ছায় জগত চলে, না মানুষের ইচ্ছায় ? ভেবে দেখ' |


55. এই যে ভট্টাচার্য ভ্রষ্টদের এক রোগে দাঁড়িয়েছে দিবারাত্র ধর্মকে গাল পারা, এর প্রতিকার কি ? মোহান্ধ মানব, ধর্মে ফেরো !


56. সনাতন ধর্মকে সহজ করে বুঝিয়ে দিতে হবে | বড় বড় তত্ত্বকথা নানা বাক্যবিন্যাসে বললে হবে না | যত সহজ তত গ্রহণযোগ্য |


57. এবার থেকে খুব সোজা ভাষায় লিখব | সহজেই বোঝা যাবে যা বলছি |


58. নিজেকে দেহ নয়, মন নয়, আত্মারূপে জানা---এই তো সনাতন ধর্ম |


59. বাচ্চাদের জিহাদ শেখাবেন না | ওরা জগতের ভবিষ্যৎ | ওদের সুস্থভাবে বড় হতে দিন | মমিন-কাফির, এই বিভাজন বন্ধ করুন |


60. আত্মসম্মোহিত হবেন না | প্রশ্ন করুন ধর্মকে | দেখুন তা অন্ধ বিশ্বাসের ওপর দাঁড়িয়ে না তার কোন যুক্তিগ্রাহ্য ভিত্তি আছে |


61. ভগবানকে ভয় পাবেন না ভগবানকে ভালবাসবেন ? ভগবান তো নিজের স্বরূপ | স্বরূপকে কেউ ভয় পায় ? গগনে স্থাপন করবেন না তাঁকে | গগনপারে তিনি নন |


62. নিজের ওপর আস্থা হারাবেন না | ওটুকুই সম্বল | পাপপুণ্য সব বাহ্য, আপনাকে অন্তরতম প্রদেশে স্পর্শ করতে পারেনা |


63. এই বাঙালী-অবাঙালী ভাব ভাল না | নিজের ভাষা-সাহিত্য-সংস্কৃতি জাতীয় একতার মধ্যে আরও ভাল রাখা যায় |


64. Effeminacy and Vedanta-preaching cannot go together. Hindus need virile propagators of the Vedanta, real men with thundering voice.


65. Ukraine needs Vedanta. Gaza needs Vedanta. Go and preach it where men need courage to face the ordeal of daily death. Preach in Kashmir.


66. High-flown philosophy will not save us when jihad like lightning falls upon us. If you have courage enough, convince the Islamists.


67. Swamiji had exhorted his future followers to shed cowardice and be men. Wither manhood in Vedanta preachers of the day?


68. I am not here to humour any but shall boldly speak my mind as my mentor, Vivekananda of Ramakrishna lineage, did. 🕉 Hindu!


69. Who cares to see God when I behold the living God die at my doorstep?


70.  The Geeta commands us to fight, not to quote shlokas.


71. Bangladeshi jihad on Hindus continues while hypocrites here pretend peaceful coexistence with the jihadists. Utsab Kumar Gain assaulted. Battling for life. Charged with blasphemy. 


72. দুর্যোগে দুর্যোধন !


73. A scattered mind succeeds not. Concentration is the key to success. Do not disturb others' concentration and hamper their success.


74. গোপনিষদ ভবিষ্যতে সারা ভারতবর্ষ শ্রদ্ধার সঙ্গে অধ্যয়ণ ও জীবনে পালন করবে |


75. Must we then shirk 'shirk' [partnering God]? Certainly not. As Hindus we have an even higher conception of divinity---the Atman/the Brahman.


76. West Bengal is getting ruined by demographic change. This is the pitfall of democracy where numbers rule and vicious theology is allowed to thrive.


77. মানুষকে মুক্তির কথা বলতে হবে বইকি কিন্তু বলিষ্ঠ কন্ঠে, বিদেশী ঢংএ নয় | নিজে মুক্ত হয়ে বলা, তার আগে নয় | সিংহনিনাদ, কুহুতান নয় |🕉


78. Whatever you may think of me, I am still a wave of the infinite ocean of Brahman and as such in substance Brahman Itself. 🕉 


79. চিৎকার নয়, চরিত্র চাই | তবে শত্রুদমন সম্ভব |


80. শোনো, বিদেশস্থিত পশ্চিমীবায়ুসেবী বৈদান্তিক, শোনো | শোনো, অরাজনৈতিক বিশ্বপ্রতিষ্ঠান, শোনো | শোনো, দুষ্ট রাজনীতিবিদ, শোনো | শোনো, একমাত্র সত্য সর্বশেষ শান্তিধর্মাবলম্বী, শোনো | এই হল সনাতন বীর হিন্দু সন্ন্যাসী | রণে ভঙ্গ দিয়ে কাপুরুষের ন্যায় হিন্দুকে মুসলমানের হাতে মরতে দিয়ে পলায়নরত নয় | ইনি বীর | ইনিই বৈদান্তিক, গীতার আধুনিক অর্জুন | মুখে বৈদান্তিক ভাষণ আর কর্মে কাপুরুষতা, ইনি করেন না | [Reference: Kartik Maharaj (Swami Pradīptānanda), Bharat Sevashram Sangha.

https://youtu.be/N9bK9ELnXso?si=JIzfZIgRf1jXnyIp ]


81. Victory shall be celebrated soon. But Bengal? Where art thou headed?


82. বাঙালী হিন্দুর জাগার সময় ফুরিয়ে আসছে | এরপর জেগেও আর লাভ হবে না | স্বামীজীর কথা, প্রণবানন্দজীর কথা, শ্যামাপ্রসাদের কথা সময়ে শুনলে না তো | দেখো তার প্রতিফল না পেতে হয় ভয়ঙ্কর !


83. Sold out journalists cannot serve India. What we need are fiery journalists, patriotic to the core with no commercial attachments inducing them unto reporting, anchoring or investigating issues that are of national concern. TRP-seeking journalists are a curse unto the country and worse are those that are funded by enemy agencies seeking to subvert the nation. Patriotism bereft of pecuniary considerations and self-seeking is the call of the hour.


84. যে জাতি রাসবিহারী বসুকে যথাযথ সম্মান দিতে শেখেনি, সে জাতির পৌরুষ জাগবে কি করে ?


85. দেশে একটা মানুষ জন্মায় না, মা | অমানুষে দেশ ভরে গেল | আর তারা যে কটা মানুষ আছে, তাদের পিষে মারছে | এই কি তোমার বিধান ? তা যদি হয় তো আমি প্রতিরোধ করব, জাগাব মানুষের সুষুপ্ত সিংহকে | স্বামীজীর 'স্বদেশ মন্ত্র' নিত্য পাঠ করুক দেখি ছেলেরা, মেয়েরা | দেখি কেমন না সিংহ জাগে ? 'ভারতে বিবেকানন্দ' ['Lectures from Colombo to Almora'] পড়ুক দিবারাত্র যখনই অবসর মেলে যেমন পড়তেন বালক ও যুবা শংকরন, ভাবীকালের স্বামী রঙ্গনাথানন্দ | মহাশক্তির উদ্বোধন হবে | তখন উন্নত গর্ভে বীরপুত্রের জন্ম হবে যারা দেশকে রক্ষা করবে বর্বর বিধর্মীর হাত থেকে, ভারত উপমহাদেশে সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করবে |


86. অর্থ নাই বা রইল, হৃদয়ে ঈশ্বর | দরিদ্র কেন হব ? যার ঐশ্বর্য্য স্বয়ং ঈশ্বর, সে কি কখনও দরিদ্র হয় ?


87. The ex-Muslims are the bravest of people and the truest friends of humanity for they are not hypocrites who dare not speak the truth.


88. Hindus are ignorant, apathetic or hypocritical who dare not expose Islamic intent. Not so the ex-Muslims who are risking their lives for it.


89. Ignorance, apathy, hypocrisy and cowardice cannot be condoned when it comes to raising one's civilisational defence against the enemy.


90. Be an ex-Hindu. No problem of personal security. Be an ex-Muslim and you have to hide your identity. Why?


91. 'Shirk' or partnering 'The God' is the one unpardonable sin in Islam. Hindus are culpable to this most grievous offence in the eyes of Islam.


92. The best way to keep healthy is to be calm.


93. Character lends credibility.


94. Time must not be wasted in self-aggrandizement. It ought to be fruitful in productive activity to help flower the self.


95. So, Netaji was right. Economics matters more in electoral politics.


96. Humility is strength.


97. Brian Lara's record will remain intact. NDA will fail to cross 400.


98. What is the future of Bengal?


99. As usual, Muslim vote consolidated in West Bengal, Hindu vote divided. A political point to learn, dear Hindus. 


100. Bengal rejects the Left yet again. Struggling at cipher.

সাহসী হোন, শক্তিমান হোন, ভয় পাবেন না


সাহসী হোন, শক্তিমান হোন, ভয় পাবেন না

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


শুধু ঠাকুর-মা-স্বামীজীর স্তুতিগান গাইলে পরাজয় সুনিশ্চিত | সাহসী হতে হবে | সভ্যতারক্ষা দুর্বলের কর্ম নয়, বীরের রক্তক্ষয়ী তপস্যা, আত্মাহূতি | যুগধর্মচক্রঘূর্ণনের এই মহাযজ্ঞাগ্নিতেই আত্মাহূতি দিয়েছেন ঠাকুর, মা, স্বামীজী ও তাঁর বীর গুরুভাই ও সন্তানেরা | নিবেদিতা অনাহারে, অনিদ্রায়, জাতিজাগরণের নিরলস তপস্যায় আত্মবলিদান দিয়েছেন | বিপ্লবীরা মূর্তমহেশ্বরের আহ্বানে প্রবুদ্ধ হয়ে ফাঁসিকাঠে ঝুলেছেন | তবে তো ভারত স্বাধীন হল | নাকি ক্লীবের 'জয় ঠাকুর', 'জয় মা', 'জয়তু স্বামীজী'---এই সকল ধ্বনিতে দেশ জাগল ? উঠুন ! জাগুন ! আর কাপুরুষের ন্যায় ভীরুর ভক্তি প্রদর্শন করবেন না | কি হবে ভয় পেয়ে ? মরতে তো হবেই একদিন | কেন আজই নয় ? দেশ-জাতি-ধর্মরক্ষাকল্পে যদি প্রাণই যায়, তাতেই বা কি ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

Sunday 26 May 2024

"মেরেছে কলসীর কানা, তা বলে কি প্রেম দেব না ?" --- এই চপল উক্তির প্রত্যুত্তরে


"মেরেছে কলসীর কানা, তা বলে কি প্রেম দেব না ?" --- এই চপল উক্তির প্রত্যুত্তরে 

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


প্রেম দিতে পারেন নিত্যানন্দ প্রভু, আপনি নন | প্রেমাবস্থা মহাভাব যা সমাধিলাভের পরেই সম্ভব, তাও আধিকারিক আধারে, সামান্যে নয় | নিছক রসিকতার বস্তু বৈষ্ণব তত্ত্ব নয় | গভীরতা চাই, চাই পূর্ণ ইন্দ্রিয়সংযম | এ সব বাঙালীর লঘুচিত্ত বাক্যবিন্যাসের বস্তু নয়, অধ্যাত্মশিখরে অবস্থিত মহামানবের হৃদয়োৎসারিত মহাবাক্য যা ঊর্ধ্বচৈতন্যে অবস্থানপূর্বক বোধের বিষয়, ভোগাশ্রয়ী মানবের রহস্যালাপের সামান্যবস্তু নয় | ঠাকুরের ভাষায়, "প্যাম প্যাম যে কর গা, প্যাম কি সহজ কথা গা ? প্যাম এলে জগত ভুল হয়ে যায় | নিজের দেহ যে এত প্রিয়, তাও খেয়াল থাকে না |" স্বামীজী বলেছেন, "God is love, and love is God. And God is everywhere. After seeing that God is love and God is everywhere, one does not know whether one stands on one's head or [on one's] feet — like a man who gets a bottle of wine and does not know where he stands. . . . If we weep ten minutes for God, we will not know where we are for the next two months. . . . We will not remember the times for meals. We will not know what we are eating. How can you love God and always be so nice and businesslike? . . . The . . . all-conquering, omnipotent power of love — how can it come? . . ." অতএব, আমি বিরত রইলাম এরপর আর কথা বাড়ানো থেকে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

COURAGE---COURAGE, THE CALL OF THE HOUR AS WE COMBAT CIVILISATIONAL ENEMIES


COURAGE---COURAGE, THE CALL OF THE HOUR AS WE COMBAT CIVILISATIONAL ENEMIES


Mere hope will not realise cherished objectives. We have to work for it full-steam like the ex-Muslims are doing risking their lives. Courage, courage to die for the sustenance of the Dharma is the call of the hour. What are a few shlokas memorised and recited if they cannot in the battlefield of life be duly executed? The Bhagavadgeeta calls out for Arjuns and not for song and dance effeminates or passive priests uttering peace chants. It is as much a philosophical treatise as it is a war manual uttered by the prince of Avatars, Krishna, early in our civilisation to facilitate the then and all future defence of the Dharma. Courage, I reiterate, is the call of the hour, and that is renunciation, the renunciation of fear. 🕉 Hindu!


Written by Sugata Bose

UTTERANCE OF MUCH PHILOSOPHY BY WAY OF CAMOUFLAGING COWARDICE AND ACTIVATION OF LITTLE COURAGE BY WAY OF WISE RESISTANCE



UTTERANCE OF MUCH PHILOSOPHY BY WAY OF CAMOUFLAGING COWARDICE AND ACTIVATION OF LITTLE COURAGE BY WAY OF WISE RESISTANCE 


Acceptance of criminal intent and activity directed and perpetrated against the Hindus beyond a critical mark in the name of high-sounding Sanatan philosophy is portentous of dangerous things to come. It is the seed of downfall for a civilisation on the verge of being wiped out in the immediate or the not-so-far-off future. Herein lies perspective, context and the relativity of values applicable to microcosmic and macrocosmic situations. What is food for one is so often poison for another. Thus, democracy in deliberation, dialogue and discourse directs the national ship towards the desired destiny. The problem has ever been this tangled relation between the individual and the collective. The ideal in sublime spiritual terms is one and the practical in terms of mundane reality another, the duo much at mutual variance. The ascetic in his reclusive hermitage broods on transcendental reality in one way while the current of common life flows in grosser brutal terms in quite another manner. The balance between the ideal and the practical is ever to be sought and realised for maximum benefit to all and sundry, divorced from which, fate deals a race or a nation the hard blow from which it scarce recovers and perishes more often than not, leaving not a trace behind but hieroglyphics that are difficult to decipher. 🕉 Hindu!


Written by Sugata Bose 


Photo: Top, Swami Suvirānanda, General Secretary, Ramakrishna Math and Ramakrishna Mission ; bottom, Kartik Maharaj (Swami Pradīptānanda), Bharat Sevashram Sangha.

Friday 24 May 2024

THE FOUNDER OF WEST BENGAL, A MUCH MISUNDERSTOOD PATRIOT PEERLESS


THE FOUNDER OF WEST BENGAL, A MUCH MISUNDERSTOOD PATRIOT PEERLESS


The great Dr. Syamaprasad Mookerjee, the saviour of West Bengal, a betrayed character by Nehru and Shaikh Abdullah, and a forgotten eminence in Bengal. Sad that his fellow Bengalis so often cast calumny on him and typecast him as a vicious communal character when in truth he was a fierce nationalist committed to the safekeeping of the Hindus during those pernicious days of Partition. He has been hailed as one of the greatest Parliamentarians by the redoubtable communist leader Prof. Hiren Mukerjee and admired for his sublime oratorical powers. 


Founder of the Bharatiya Jana Sangha which later metamorphosed into the Bharatiya Janata Party, Dr. Syamaprasad Mookerjee remains in shining memory as the intrepid warrior for the territorial solidarity of India which ultimately cost him his life amidst mysterious circumstances in Kashmir where he had trodden on sacred but forbidden land with the clarion call 'Ek desh mey do vidhān, do nishān, do pradhān nahi chalegā, nahi chalegā, nahi chalegā.' No post mortem was done on his corpse and the death, which many claimed was murder, was hushed up and sent into the chamber of unresolved episodes of history. 


We, in West Bengal, owe him a debt which we must never forget---our very existence within the Republic of India which but for him we might never have had, for the scales were heavily tilted in favour of Bengal wholly going to Pakistan. The nation paid its tribute to Dr. Syamaprasad Mookerjee when Narendra Modi removed Article 370 from Jammu and Kashmir and integrated the state Constitutionally fully and unequivocally to India, a task that he had himself undertaken but had failed to accomplish owing to the dastardly plot of his death-dealers, so it is largely believed. 🕉 Hindu!


Written by Sugata Bose

COMMENTS GALORE ... 56


COMMENTS GALORE ... 56


Sugata Bose @Sanjeev Shrivastava : Lovely gibberish---a religious response.


Sugata Bose @Rupa Ganguli : Cowardice at this hour when the need is to resist the progressive Islamisation of West Bengal whose criminal output we are witnessing in many a district in the state cannot be condoned. Today, valour must be deemed virtue and not idle posting like this or pretentious piety or even real passive piety. Ramakrishna Mission, Jalpaiguri in its Siliguri 'Sevak House' was under terrible armed attack where mayhem was conducted at gunpoint followed by kidnapping of the monks and the lay workers in the dead of night before releasing them near New Jalpaiguri Station. When the Mission is thus facing an existential threat, how can its initiated devotees be content with exhibiting such passive piety that would put their credentials as devotees to shame? Resist like the brave Lakshmibai, Durgavati, Nivedita, Rashmoni and the Ranis of the Rani Jhansi Regiment of the INA. 🕉 Hindu today is the solidarity call.


Sugata Bose @Sameer Banik : Never. In no way. Hinduism is based on the Atman which is spirit and not matter which secularism is all about. Separation of state power from religion is as well the foundation of secularism which is contradisposed to Hinduism in which state power is wielded strictly in accordance with the dharma.


Sugata Bose @হিন্দু মুসলমানের মধ্যে পর্বতপ্রমাণ ব্যবধানের কারণ শাস্ত্রগত মূল পার্থক্য | সনাতন শাত্র (বেদবেদান্ত) সর্বগ্রাসী কিন্তু ইসলামীয় শাস্ত্র (কোরান, হাদীস, সিরা) একদেশদর্শী | ইসলাম মানবজগতকে দার-উল-হার্ব ও দার-উল-ইসলাম এ বিভাজিত করে; সনাতন ধর্ম সমস্ত জগৎপ্রপঞ্চকে ব্রহ্মের প্রকাশরূপে একীভূত দেখে | ইসলাম বিধ্বংসী | অন্য ধর্মকে সহ্য করতে পারে না | ভিন্ন ধর্মাবলম্বীকে দমন, ধর্মান্ততরীত অথবা হত্যা করার বিধান দেয় | সনাতন ধর্ম সকলকে ঈশ্বরপ্রতীমরূপে পূজা করে | আকাশপাতাল প্রভেদ | তাই একপাক্ষিক প্রেম বন্টনে হিন্দুর সর্বনাশ সাধিত হয়েছে, হবে | বাস্তববাদিতার অভাব অধর্ম | এই সব পার্থক্যগুলো মাথায় রেখে স্বধর্ম পালন ও রক্ষা করতে হবে | নইলে পরিণাম ভয়বহ | 🕉 হিন্দু!


Sugata Bose @Swami Shivapremananda : The monks (Bharat Sevashram Sangha) are virile but the music accompanying the tāndav (sword dance) rather effeminate. This must not be.


Sugata Bose @Alok Sarkar : You are extremely arrogant, self-conceited beyond reasonable measure. This was a polite question which did not merit such a rude response.


Sugata Bose @Saumitra Basu : ওই আনন্দেই থাকুন | এই কথাই ১৯৩০ এর দশকে হিন্দুরা বলতেন | '৪৭এ ভীষণ রক্তরঞ্জিত দেশভাগ ! আজ আবার সেই পুরোনো কথা | স্মৃতি কী সামান্য ! বিনাশ আগতপ্রায় অথচ চৈতন্য নেই, শত্রুবোধও নেই | কাপুরুষতার আর এক নাম বিস্মরণ | 🕉 হিন্দু !


Sugata Bose @Saumitra Basu : Your observation, though, has merit. We must end our petty squabbles and unite against all our civilisational enemies. That is the Vedic exhortation of the Rishis as well on us.🕉 Hindu!


Sugata Bose @Tanmoy Lodh : To awaken sleeping souls like you to the dangers of progressive Islamisation of West Bengal and India. We cannot allow a second Kashmir here or a recurrence of pre-Partition horrors such as the Great Calcutta Killing of 16 August, 1946 and the subsequent massive genocide of Hindus in Noakhali in especial but everywhere in East Bengal in general, the molestation of our women and the forced conversion of the Hindus to Islam. What followed thereafter during Partition and further on in East Pakistan culminating in the disproportionate Hindu genocide by West Pakistani forces in alliance with East Pakistani Razakars is well chronicled in history. Then followed the progressive Islamisation of 'secular' Bangladesh and the continued persecution of Hindus, Buddhists, Christians and protesting rationalists there which has led to yearly exodus of Hindus from Bangladesh ever since reducing its population from 27% in 1971 at the time of Liberation to a bare 8% today. As Hindus are getting weeded out by Islamists in Bangladesh, Muslims through immigration and high fertility of women are on the rise here with the Communists from 1967 to 1969, the Congress from 1972 to 1977, the Communists again from 1977 to 2011 and now the TMC from 2011 till date patronising their growth in numbers through immigration and the building of Islamic infrastructure through ever-increasing number of mosques and madrāsās, with the ruling dispensation doing it the most to keep its minority vote-bank steady and its electoral invincibility going. This situation is unacceptable to all patriotic souls steeped in the Sanatan civilisation. Thus, it is imperative that wakeful souls keep sounding the gong that sleeping souls may awake. 🕉 Hindu !


Sugata Bose @Tanmoy Lodh : Your question is malicious and not naive or innocent in any way. The words 'real motive' read into your mind well enough to return you a sharper retort than you have received here. Earlier you went on making extraneous comments on the Electoral Bond in posts totally unrelated to it. Now you make this veiled charge in the mode of a question of myself having ulterior motives in making my posts related to the Islamic problem. Moreover, as in the past, you lack the civility to acknowledge my answer, especially a detailed one at that by way of my response to your query. You have earlier cracked a joke on my age as well which was rather discourteous. Now, son, be not under the delusion that I cannot read into your motives and am naive enough to see good intent in your slanted observations and utterly extraneous questions that in truth merit no answer. Either be civil and continue discourse along courteous lines or face my indifference or ire hereon. I do not appreciate people making slanted observations on me. Such comments will draw my ire and a volley of words which surely will not transgress Parliamentary linguistic civility but may for their intensity be quite unpalatable. Hence, be cautioned and do not make unseemly remarks on my self or my motivations. It were better if you saved such scrutiny on your esteemed self instead. May sense and sanity prevail ! May Mother bless you for you are in the bloom of youth and may make much of such benediction in furthering the cause of civilisation your way ! 🕉 Hindu !


Sugata Bose @Tanmoy Lodh : Thank you for responding and showing your concern for the country your way. May Mother guide you towards a worthy goal! 🕉 Hindu!


Sugata Bose @Ashok Chakraborty : সব বলব আমি ? অনেক কথা বলতে হয় তাহলে | ভেবে নিন নিজে |


Sugata Bose @Kaushik R Ray : O yes, and very concerned as well. Some people give this 'anger' sign to protest against the post. Hence, wanted to sound you out lest you be so as well. I am relieved that you are not so but are disturbed as well by the growing Islamisation of this state which has borne much Islamic tyranny historically. 🕉 Hindu!


Sugata Bose @Sameer Banik : It is already happening. The Ex-Muslim Movement is rapidly eroding the base of Islam and aiding apostasisation of Muslims by the masses, although, out of fear the apostates are mostly under cover. The boom in subcontinental Muslim population over the next few decades is as per the predictions made by PEW RESEARCH, an American data analysis and assessment organisation. The facts are as well clear to any sufficiently aware individual from everyday experience and online exposure today. 🕉 Hindu!


Sugata Bose @Kaushik R Ray : You have understood it right that the Qur'an ought to be at any rate read to understand our civilisational danger. Unfortunately, others don't. They pretend a lot even as they beat about the bush in their sermons on the Sanatan scriptures.


Sugata Bose @Sanjib Das : Not of much consequence in India where preparations for Ghazwa-e-Hind is afoot.


Sugata Bose @Debaprasad Bhattacharya : Mere hope will not realise cherished objectives. We have to work for it full-steam like the ex-Muslims are doing risking their lives. Courage, courage to die for the sustenance of the Dharma is the call of the hour. What are a few shlokas memorised and recited if they cannot in the battlefield of life be duly executed? The Bhagavadgeeta calls out for Arjuns and not for song and dance effeminates or passive priests uttering peace chants. It is as much a philosophical treatise as it is a war manual uttered by the prince of Avatars, Krishna, early in our civilisation to facilitate the then and all future defence of the Dharma. Courage, I reiterate, is the call of the hour, and that is renunciation, the renunciation of fear. 🕉 Hindu!


Sugata Bose @Tirtha Ghosh : তা, গান্ধীজী চালু করলেই বা কি ? আমরা তো তা পালন নাও করতে পারি | আপনি, আমি যদি ইসলামের সত্যাসত্য যথাযথভাবে জনসমক্ষে তুলে ধরি তো আর গোল বাঁধে না আমাদের জীবনে | সে দৃষ্টান্ত দেখে অন্যরাও শিখবেন | কি বলেন ?


Sugata Bose @Dhananjoy Chakraborty : Please unfriend me or unfollow me or block me so that you are spared the pain of seeing my 'phaltu posts'. And if you are too lazy or otherwise disinclined to do so, then bear these 'phaltu posts' like an anti-Modi yogi (not Yogi Adityanath who must be equally on your dislike list) or intimate me kindly whether I shall relieve you of your pain by unfriending you. Awaiting your Highness' reply. 🕉 Hindu!


P.S. Kindly intimate me as well what sort of posts would humour your ego, that is, would be to your liking. Must I be a bondman to your wishes?


Sugata Bose @Abhisekhar Majumdar : প্রেম দিতে পারেন নিত্যানন্দ প্রভু, আপনি নন | প্রেমাবস্থা মহাভাব যা সমাধিলাভের পরেই সম্ভব, তাও আধিকারিক আধারে, সামান্যে নয় | নিছক রসিকতার বস্তু বৈষ্ণব তত্ত্ব নয় | গভীরতা চাই, চাই পূর্ণ ইন্দ্রিয়সংযম | এ সব বাঙালীর লঘুচিত্ত বাক্যবিন্যাসের বস্তু নয়, অধ্যাত্ম শিখরে অবস্থিত মহামানবের হৃদয়োৎসারিত মহাবাক্য যা ঊর্ধ্বচৈতন্যে অবস্থানপূর্বক বোধের বিষয়, ভোগাশ্রয়ী মানবের রহস্যালাপের সামান্যবস্তু নয় | ঠাকুরের ভাষায়, "প্যাম প্যাম যে কর গা, প্যাম কি সহজ কথা গা ? প্যাম এলে জগত ভুল হয়ে যায় | নিজের দেহ যে এত প্রিয়, তাও খেয়াল থাকে না |" স্বামীজী বলেছেন, "God is love, and love is God. And God is everywhere. After seeing that God is love and God is everywhere, one does not know whether one stands on one's head or [on one's] feet — like a man who gets a bottle of wine and does not know where he stands. . . . If we weep ten minutes for God, we will not know where we are for the next two months. . . . We will not remember the times for meals. We will not know what we are eating. [How can] you love God and always be so nice and businesslike? . . . The . . . all-conquering, omnipotent power of love — how can it come? . . ." অতএব, আমি বিরত রইলাম এরপর আর কথা বাড়ানোয় |


Sugata Bose @Pkc Chowdhuree : Islamic fundamental ideology broke the nation. Read the Islamic scriptural trinity of the Qur'an, the Hadees and the Sira, and you will discover the real reason. Then Gandhiji will stand absolved of the sin.


Sugata Bose @Nilanjana Chakraborty : The dead do not speak. Since you are still doing so, you still have a chance to revive and serve.


Sugata Bose @Arun Sengupta : Absolutely so. Apolitical apology has gone on far too long, gone far too far.


Sugata Bose @Анандамой Мухопадхяй : That unfortunately is the case and that signifies both cowardice and villainy. Instead of lionising the valorous warriors for the cause, the latter are sacrificed at the altar of service to the motherland by cowardly crooks, perfidious betrayers who know nothing better than lowly self-interest as worthy goals to achieve.


Sugata Bose @Sudipto Chakraborty : I agree. I only hope you have not mistaken me to be my namesake, Sarat Bose's grandson, which would be rather routinely unfortunate for me, afflicted as I am by this constant misidentification for which I take no pride naturally, being proud of my actual lineage elsewhere where I duly belong. 🕉 Hindu!


Sugata Bose @Chandradeb Mukhopadhyay : Why? To be a conscientious Hindu, is it not enough to be only on the side of Dharma as our Bhagavan Shree Krishna was when caught in the generally perceived dilemma of selecting side in the fatricidal war of Kurukshetra? You are a brāhman by birth. You ought to have better civilisational sense as Swami Vivekananda has enjoined upon brāhmans to cultivate and activate thereof both in propagation and in defence of the Dharma. 🕉 Hindu!


Sugata Bose @Mbra Sakib Hasan II : This is the doctrine of Islam that none can be part of Allāh. Please do not confuse Allāh with Īshvar. Every bit of manifestation is a part of Īshvar as per Hindu doctrine. So, the distinction must be made. I hope I am clear on this point.


Sugata Bose @Mbra Sakib Hasan II : You are ignorant, utterly ignorant of Sanatan philosophy. Study Swami Vivekananda and come to reason, sense and sanity about the Sanatan Dharma. Do not superimpose Islam on Sanatan Dharma and try to draw parallels. There is nothing common in conception between the two systems of thought other than what hypersympathetic Hindus try to squeeze in by making enormous accommodation for Islam within the vaster body politic of the Sanatan Dharma to little understanding of unsympathetic converts to the Abrahamic faith largely by the sword of Islam. It is time to revert to the Mother Faith, which is the mother of all religions as Swamiji averred at the Chicago Parliament of Religions on 11 September, 1893. 🕉 Hindu!


Sugata Bose @Parag Kumar Mitra : But Swamiji said so and he must be contextually understood in larger civilisational terms where India will play a seminal role and gradually once again acquire a status that will raise her esteem in the world immeasurably. Hence, the validity of Swamiji's averment which is not to be misconstrued in narrow localised terms, both with reference to realm and realpolitic in current time. The world will venerate India if she spreads out her Sānatan treasures before all and sundry for them to profit by. The Sānatan Dharma propagated effectively, peace shall be in the world. India's good fortune it was to discover the Vedas, to intuitively rationalise on it thereafter to develop the Sanātan shāstras, to hold in her mother's bosom the treasure children of the Vedas, and it is her destiny thereof to carry forth these treasures to the peoples of the wide world who are all inheritors of the Light, being made of the stuff of the pure Spirit which is the substance of the Vedas. 🕉 Hindu!


Sugata Bose @Kaushik Basu : Yes, of course, but these were the three jewel sons of Bhuvaneshvari Devi and Vishvanath Datta who form the purport of the post.


Sugata Bose @Rathin Bhattacharjee : ভট্টাচার্যের উপযুক্ত বক্তব্য |


Sugata Bose @Parag Kumar Mitra : সাহস মানসিক বৃত্তি, নিঃসম্বলেরও থাকে যদি সেই চরিত্র নিয়ে জন্মান অথবা ত্যাগ-তপস্যা-ব্রহ্মচর্য পালন করেন | সাহসই সম্বল |


Sugata Bose @Dhananjoy Chakraborty : These posts themselves are highly educational for souls unaware of the dangers of progressive Islamisation. As a brāhman you should be revelling in reading these posts which are pertinent to protection of the Hindus and preservation of the Dharma. After all the title 'Chakraborty' implies at its deepest the rolling of the Wheel of Dharma which it should be your foremost duty to do. How can you neglect your civilisational calling thus? Even your name Dhananjoy is reminiscent of the valorous third Pāndav who was exhorted by Bhagavān Krishna to eliminate evil instead of cowardly capitulation before the mighty foe which clarion call it seems you are sadly insensitive to hearing. Hence, your present predicament. Arise! Awake! And approaching the wise ones seek the light that will dispel this delusion. 🕉 Hindu!


Sugata Bose @Анандамой Мухопадхяй :  This shall come to pass. When it does, people will see. Right now I have neither time nor opportunity nor quite the inclination to divulge more on this than the stated prophecy. Also, read not superficially the post but read it meticulously and you will understand. Islamic violent aggression has been talked of, not Islam as such.


Sugata Bose @Tanmoy Lodh : Read Vikram Sampath's biography of Veer Savarkar and get to know the great one better. Pride of the Hindus, defender of the Sanatan civilisation, peerless patriot, fighter for freedom who suffered inhuman animal torture in the Cellular Jail of Andamans, awakener of Hindu nationalism which is the future of this country for ages to come, I bow down to this architect of prospective India. 🕉 Hindu!