Monday, 22 February 2021

বাহবা বাংলা !


বাহবা বাংলা !

-----------------

বাংলার বুদ্ধি বিলক্ষণ বিকৃত, বিশেষত, বর্তমান বিদ্বেষপূর্ণ বিচিত্র বহ্নিক্ষণে | বহিরাগতের বিষয়ে বিষোদগারণ বাতুলতামাত্র, বলাই বাহুল্য | বিনীতবচনের বদলে বিকট বাক্যপ্রয়োগ ব্যবহারের ব্যভিচার বলে বিবেচিত বিদ্বৎসমাজে | বিধানবহির্ভূত বাক্যবিন্যাস বর্ণময় বক্তব্যের বিষয়বস্তুকে বক্র বলে বিশেষিত, বাতুল ব্যক্তিত্বের বিদ্রুপাত্মক বাণী বিচিত্রবন্দনা বলে বিবেচিত বর্তমান বাংলায় | বিধায়ক বা বিক্ষোভকারী, বাংলার ব্যতিক্রম বর্তমানে বাহ্য বরেণ্য ব্যবহার | বড়ই বেদনাদায়ক বাংলার বর্তমান বিভৎস বন্ধ্যাদশা, ব্যবহারিক বিষম বৈলক্ষণ্য |
... বর্ণনায় বসুবংশোদ্ভূত ব্যক্তিবিশেষ | বাকি বলাই বাহুল্য | বন্ধুবর্গ বিদিত |

No comments:

Post a Comment