Wednesday 8 July 2020

যাক বাবা, কিছু কাজ সারা যাক

যাক বাবা, কিছু কাজ সারা যাক
------------------------------------------
চোখের ওপর মোটা কাপড় বাঁধা । তাই দিয়ে দেখছে জগৎকে । মোটা মোটা অহংকার, সরু সরু অহংকার, তাই দিয়ে এবার বুঝে ফেলবে সব ।
চটের আবরণ, রেশমের, মসলিনের পর্দাটি তুলব না, ধরে থাকব আর বলব কথা । কত কথা, বলেই যাব, আমরা বুদ্ধিজীবি, বুদ্ধুর দল, আহাম্মক ! শিক্ষা আমাদের দীক্ষার পথে বাধা । তথ্য আমাদের বিদ্যাকে দেয় ধাঁধা । আমরা লোডশেডিঙের ল্যাম্পপোস্ট, হাতে হ্যারিকেন, অর্থাৎ, কাঁধে দিয়েছে ঝুলিয়ে কিছু অর্বাচিনের দল দোদুল্যমান শিখা । তাই দিয়ে করব জগৎ উদ্ধার, এবার এমনই ম্যানিফেস্টো ।
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
Image may contain: indoor
Nilanjana Chakraborty, Sharmistha Chatterjee and 17 others
3 Comments
1 Share
Like
Comment
Share

No comments:

Post a Comment