'নাহং নাহং, তুঁহু তুঁহু'
---------------------------
অপরের যা হয় হোক, শুধু নিজেরটুকু হলেই হল । এইভাব নিয়ে কি ঈশ্বরলাভ করা যায় ? স্বামীজী বলেছেন, যে একটি কীটের জন্য প্রাণত্যাগ করতে প্রস্তুত, মুক্তি তার করতলগত । তিনি কথার কথা বলেননি যে 'ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বত্র সেই প্রেমময় ।' এটি তাঁর অনুভূত সত্য । তাই নিঃস্বার্থপরতাই ধর্ম, নিষ্কলুষ প্রেমই ঈশ্বরলাভের উপায় ।
আসুন, নিঃস্বার্থ হই, সকলের মধ্যে ঈশ্বরকে দেখার প্রযত্ন করি । শুধু কথায় নয়, কাজে, জীবনে চলার পথে, ব্যবহারে, আচরণে, কর্মে, সেবায়, চিন্তায়, ধ্যানে ।
'বহুরূপে সম্মুখে তোমার,
ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর ?
জীবে প্রেম করে যেইজন,
সেইজন সেবিছে ঈশ্বর ।' ... স্বামীজী
'সর্বজীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান ।' ... মহাপ্রভু
রচয়িতা : সুগত বসু (
Sugata Bose
)
No comments:
Post a Comment