গৃহে গৃহেই বিভাজন
গৃহে গৃহেই বিভাজন । আর কি হবে ? সমাজ তো তারই বৃহৎ চিত্র । আমাদের একেবারে নিজগৃহ হতে একতাবদ্ধ হতে হবে । কিন্তু সে চেতনা কই ? বৃহৎ বিশ্ব তো তারই প্রতিফলন । জনে জনে মিল নেই, বিবাদ লেগেই আছে । এ অবস্থায় বিশ্বের তো এই পরিণতিই স্বাভাবিক । তাই সমাজের ক্ষুদ্রতম প্রকোষ্ঠে যদি শান্তি ও মৈত্রীর কাজ করা যায়, তাহলেই বিশ্বালয়ে শান্তির সম্ভাবনা ।
রচয়িতা : সুগত বসু (
Sugata Bose
)আলোকচিত্র :
Moni Lahiri
র সৌজন্যে
No comments:
Post a Comment