Saturday 16 November 2019

হিন্দু নবজাগরণ ... ১


হিন্দু নবজাগরণ ... ১

আমাদের মনে প্রাণে ভারতীয় হতে হবে | হতে হবে শিক্ষিত, সভ্য, সংস্কৃতিবান, সংস্কৃতিবতী ভারতীয় নাগরিক | রুচিতে, প্রতিভাপ্রকাশে, কর্মকুশলতায়, জ্ঞানে ও চারিত্রীক দৃঢ়তায়, সর্বভাবে উপযুক্ত হতে হবে স্বদেশের ঐতিহ্য বহন করার জন্য | শুধু কলরবমুখর কোলাহলরত বিক্ষিপ্ত জনতা হলে হবে না, অধ্যাত্ম সম্পদে সমৃদ্ধ, প্রজ্ঞায় ভাস্বর, কলাকৃষ্টিতে পারঙ্গম, স্বদেশসংস্কৃতিতে ভিত্তিশীল যথার্থ ভারতীয় হতে হবে | যেন স্বামীজীর স্বদেশমন্ত্রের মান রাখতে পারি |

আজ দেশ জাগছে, একথা সত্য, কিন্তু এই জাগরণের দিশা ঠিক কোন দিকে ? আমাদের সর্বদা সচেতন থাকতে হবে, এমনকি সতর্ক থাকতে হবে যাতে জাতীয় উত্থান ভুল পথে না যায় | ইতিহাসের অমোঘ নিয়মে দশ সহস্রাধিক বৎসরের ভারতসভ্যতা পুনঃ পূর্ণগৌরবে প্রতিষ্ঠিত হতে চলেছে | কিন্তু সে তো কোন রাজনৈতিক অভ্যুত্থান নয় শুধু, সে সনাতন ধর্মের বিশ্বব্যাপী প্রচার ও প্রসারের ক্ষেত্রপ্রস্তুত নিমিত্ত সার্বিক জাতীয় জাগরণ | কারণ ভারতের একটি দায় আছে বিশ্বের কাছে আর তা হল এই বৈদিক সম্পদ বিশ্বের দরবারে পরিবেশন করার, মনুষ্যকুল রক্ষার্থে | এবং এই জন্যই ভারতীয়দের ভারতীয় মানসিকতা সম্পন্ন হওয়া একান্ত কর্তব্য |

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment