Sunday 10 November 2019

লঘুচিত্ততা দূর করুন

লঘুচিত্ততা দূর করুন
---------------------------

এত হাল্কা হলে কী চলে ? চরিত্রের গভীরতা চাই | মনঃসংযম ও চিন্তাশীলতার দ্বারা এই লঘুচিত্ততা দূর করা আশু কর্তব্য আমাদের | তবে তো দেশ মানবসম্পদে সমৃদ্ধ হবে |

শুধু ওপর ওপর ভাসলে কী হবে ? শ্রীরামকৃষ্ণ ডুব দিতে বলতেন | এ শুধু আধ্যাত্মিক নির্দেশ নয় | এ নির্দেশ মানুষের সার্বিক উন্নতিসাধনের নিমিত্ত |

অগভীর মানুষ কখনো বৌদ্ধিক অথবা আধ্যাত্মিক উৎকর্ষ লাভ করতে পারেন না জীবনে | তাই গভীর মননশীলতার প্রয়োজন | চরিত্রের এই গভীরতা লাভ করতে হলে চাই পবিত্রতা, অনুশীলন ও একাগ্র সাধনা যাতে সহজেই মন মানসসাগরের নিম্নপ্রদেশ হতে উপরিভাগে ভেসে না ওঠে |

মনের স্থৈর্য, ধৈর্য, অনুভবশক্তি, বিচার ও বিশ্লেষণের ক্ষমতা, উদ্ভাবনশক্তি ও শান্ত সমাহিতভাব রক্ষা, এই সবই নির্ভর করে চিত্তের অচঞ্চলতার ওপর, মনের গভীরতার ওপর | সমস্ত সভ্যতা দাঁড়িয়ে রয়েছে এই মনঃসংযমকে কেন্দ্র করে | তাই, জাতি হিসেবে আমাদের উচিৎ গভীর হওয়া | মানবসম্পদ এইভাবেই উৎকর্ষ লাভ করে | আমরাও দেশসেবা যথার্থ করতে পারব চিত্তের এই গভীরতা সাধনের দ্বারা |

বন্দে মাতরম্ !

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

আলোকচিত্র : গম্ভীরাত্মা শ্রীমহেন্দ্রনাথ গুপ্ত যাঁর গাম্ভীর্যের কথা স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলেন ও যা আমরা শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের পাতায় পাই |

No comments:

Post a Comment