Monday 18 November 2019

স্বামীজীর স্বদেশমন্ত্র

স্বামীজীর স্বদেশমন্ত্র
---------------------------

এই ডাকেই সম্ভবত গান্ধীজী কটিমাত্র বস্ত্রাবৃত হয়ে স্বদেশসংস্কারকল্পে আত্মনিয়োগ করেন ও স্বদেশের শৃঙ্খলমোচনের পুণ্যকর্মে জীবনপাত করেন | এ আমার নিজস্ব এক ধারণামাত্র, কোন অকাট্য তথ্যপ্রমাণ এ বিষয়ে পাইনি সেভাবে |

এই ডাকেই তরুণ সুভাষচন্দ্র দেশপ্রেমে অধীর হয়ে মাতৃভূমির স্বাধীনতালাভের সংকল্প নেন | তাঁর ভাবী আত্মবলিদান এই ডাকেরই ফলশ্রুতি |

এই ডাকেই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন) সর্বভারতীয় সসস্ত্র বিপ্লবের দ্বারা ভারতে বৃটিশ শাসনের ধ্বংশকল্পে অনুপ্রাণিত হয়েছিলেন |

এই ডাকেই রাসবিহারী বসু সারা জীবন সংঘর্ষ করে গেলেন দেশমাতৃকাকে স্বাধীন করবেন বলে |

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment