স্বদেশমন্ত্র
-------------
তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে বল, 'ভারতবাসী আমার ভাই ... ' -- এই কথাগুলি বলে ত্রীকালদর্শী স্বামীজী কী ভবিষ্যতের ভারতভাগ্যের কর্ণধার গান্ধীজীকেই নেতারূপে অাবাহন করেছিলেন ? আজ মহাত্মাজীর সার্ধশতবর্ষপূর্তি উপলক্ষে স্বামীজীর এই উক্তিটির তাৎপর্য বিশেষভাবে অনুধাবনযোগ্য |
বলা বাহুল্য, গান্ধীজীর ভূষণ ও আপামর জনসাধারণের সাথে একাত্মতাবোধ যুগঋষির এই মহাবাক্যের যেন অব্যর্থ ফল | কিন্তু প্রশ্ন হল এই যে স্বামীজী কী ভবিষ্যতের এই ভারতনেতার আবির্ভাব তাঁর যোগদৃষ্টির দ্বারা দেখেছিলেন ও সেইমত তাঁকে আবাহন করেছিলেন, নাকি এ তাঁর বহু বাক্যের আর এক বাক্য যা ঐতিহাসিক নিয়মানুসারে প্রতিফলিত হয়েছিল গান্ধীজীর চরিত্রে ও একই সাথে মহাপুরুষের অমোঘবাক্যের সত্যতা রক্ষা করেছিল ?
প্রশ্ন রয়েই যায় -- স্বামীজী কী অগ্রিম আশীর্বাদসূচক এই অভিষেকবাণী ভবিষ্যতের নেতার উদ্দেশ্যে উচ্চারণ করেছিলেন ? সম্ভব, কিন্তু সন্দেহাতীতভাবে কে বলতে পারেন ? স্বামীজী তো নেই আজ আমাদের মাঝে যে এই রহস্য উদঘাটন করবেন | অতএব, যল্পনা চলতেই থাকবে | কিন্তু ভারী অদ্ভূত এই সংযোগ !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
-------------
তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে বল, 'ভারতবাসী আমার ভাই ... ' -- এই কথাগুলি বলে ত্রীকালদর্শী স্বামীজী কী ভবিষ্যতের ভারতভাগ্যের কর্ণধার গান্ধীজীকেই নেতারূপে অাবাহন করেছিলেন ? আজ মহাত্মাজীর সার্ধশতবর্ষপূর্তি উপলক্ষে স্বামীজীর এই উক্তিটির তাৎপর্য বিশেষভাবে অনুধাবনযোগ্য |
বলা বাহুল্য, গান্ধীজীর ভূষণ ও আপামর জনসাধারণের সাথে একাত্মতাবোধ যুগঋষির এই মহাবাক্যের যেন অব্যর্থ ফল | কিন্তু প্রশ্ন হল এই যে স্বামীজী কী ভবিষ্যতের এই ভারতনেতার আবির্ভাব তাঁর যোগদৃষ্টির দ্বারা দেখেছিলেন ও সেইমত তাঁকে আবাহন করেছিলেন, নাকি এ তাঁর বহু বাক্যের আর এক বাক্য যা ঐতিহাসিক নিয়মানুসারে প্রতিফলিত হয়েছিল গান্ধীজীর চরিত্রে ও একই সাথে মহাপুরুষের অমোঘবাক্যের সত্যতা রক্ষা করেছিল ?
প্রশ্ন রয়েই যায় -- স্বামীজী কী অগ্রিম আশীর্বাদসূচক এই অভিষেকবাণী ভবিষ্যতের নেতার উদ্দেশ্যে উচ্চারণ করেছিলেন ? সম্ভব, কিন্তু সন্দেহাতীতভাবে কে বলতে পারেন ? স্বামীজী তো নেই আজ আমাদের মাঝে যে এই রহস্য উদঘাটন করবেন | অতএব, যল্পনা চলতেই থাকবে | কিন্তু ভারী অদ্ভূত এই সংযোগ !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment