Thursday, 25 October 2018

যুগধর্মসংস্থাপন ... ১


যুগধর্মসংস্থাপন ... ১

ঠাকর--মা জগতে অবিদ্যা নাশ করতে এসেছিলেন | এই অবিদ্যানাশই যুগধর্মসংস্থাপন | পুণ্যভূমি ভারতবর্ষ তখন তমোগুণে পতিত | বাইরের তমোভাবের আবরণের আড়ালে কিন্তু সত্তগুণের ফল্গুধারা তখনও প্রবাহিত | তাই ভারতের ধর্মের অবক্ষয় সংশোধনের অপেক্ষা রাখে ও বারে বারে যুগাবতার সেই যুগান্তকারী কর্মটি সম্পাদন করে ধর্ম ও সমাজকে সত্যের মার্গে পুনঃপ্রতিষিঠা করে যান |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment