Sunday, 21 October 2018

হে বন্ধু, তুমি তো স্বামীজি নও !

হে বন্ধু, তুমি তো স্বামীজি নও !
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

স্বামীজির অহংকার আত্মবোধ হতে উৎপন্ন আর সাধারণের অহংকার দেহবুদ্ধিজাতঃ | এই পার্থক্যটি অনুধাবনযোগ্য | তাই আত্মশ্লাঘায় স্ফীত হয়ে স্বামীজির দৃষ্টান্ত না দেওয়াই বাঞ্ছনীয় | স্বদেশমন্ত্রে স্বামীজি পরানুকরণ করতে বারণ করেছেন | তাই স্বামীজিকে অনুসরণ করাই শ্রেয়ঃ, অনুকরণ নয় | যা ওই স্থিতধী মহাপুরুষকে শোভা পায়, তা অজ্ঞান মানুষকে শোভা পায় কি ? অতএব, বিরত থাকুন স্বামীজির এই ভ্রান্ত অনুকরণকল্পে ও নিরত হউন স্বীয়বুদ্ধিসহায়ে তাঁর প্রদর্শিত পথে অগ্রসর হতে | महाजनो येन गतः स पन्था: ||

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment