Friday, 12 October 2018

নিজের করে ভাবুন, মিশন পরের নয়


নিজের করে ভাবুন, মিশন পরের নয়
-----------------------------------------------

মায়ের মিশন | আসুন, আমরা সম্মিলিত ভাবে তার সেবা করি | শুধু ত্রুটি ধরে কি হবে ? ত্রুটি তো কর্মসম্পাদনে থাকবেই কিছু না কিছু | তাই বলে শুধু দোষ দেখেই কি দিন কাটাব ? তাহলে তো আমরাই ঠকে যাব, জীবনে ক্রমান্বয়ে পিছিয়ে পড়ব | তাই আসুন সংঘবদ্ধ হয়ে কাজ করি | সংঘ তো আছেই, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন | তারই সেবা করে জীবন ধন্য করি | এতেই আমাদের স্বীয়কল্যাণ, স্বদেশকল্যাণ ও সমগ্রবিশ্বকল্যাণ | জয় মা ! জয় ঠাকুর !

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment