Saturday 13 October 2018

যে নামে শান্তি আসে


যে নামে শান্তি আসে
--------------------------

শয়নে স্বপনে রামকৃষ্ণ,
জীবনে মরণে রামকৃষ্ণ,
জাগরণে ঐ রামকৃষ্ণ,
তুরীয় যে তাঁর ঠাঁই |

শ্বাসে প্রশ্বাসে রামকৃষ্ণ,
ধ্যানে চিন্তনে রামকৃষ্ণ,
শোণিতশ্রোতে রামকৃষ্ণ,
আর তো গতি নাই |

অমৃতলহরী রামকৃষ্ণ,
সুধানিরবধি রামকৃষ্ণ,
প্রেমতরঙ্গ রামকৃষ্ণ,
কৃষ্ণের যথা রাই |

রামকৃষ্ণ, রামকৃষ্ণ,
কৃষ্ণনাম বলো তাই |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment