Friday, 19 October 2018

স্বামী পুতানন্দ (কালীপদ মহারাজ)



স্বামী পুতানন্দ (কালীপদ মহারাজ) রামকৃষ্ণলোকে গমন করেছেন এপ্রিল, ২০১৮ | রামকৃষ্ণ সংঘের এই বরিষ্ঠ সন্ন্যাসীর শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম | তিনি বাঁকুড়া রামকৃষণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী মহেশ্বরানন্দের সংস্পর্শে আসেন ও তাঁর দ্বারা অনুপ্রাণিত হন অধ্যাত্মজীবন যাপনব্রতে | স্বামী বিরজানন্দজীর মন্ত্রশিষ্য এই মহামানব ১৯৪৭ সালে দেওঘর বিদ্যাপীঠে যোগদান করেন | দীর্ঘ ১৬ বছর দেওঘরে সেবা করার পর কালিপদ মহারাজ ১৯৬৩ সালে পুরুলিয়া বিদ্যাপীঠে বদলি হয়ে আসেন | ১৯৮৬ সালে কালিপদ মহারাজ বলরাম মন্দিরে ম্যানেজার হয়ে আসেন ও দীর্ঘ ৩২ বছর সেখানেই অতিবাহিত করেন | রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবান্দলনে তিনি অগ্রণী ভূমিকা নেন | তিনি কলকাতা ভাবপ্রচার সমিতির সভাপতি ছিলেন দীর্ঘদিন | সুদীর্ঘ জীবনের শেষে কালীপদ মহারাজ লিভার ক্যানসারে আক্রান্ত হন ও ৯ এপ্রিল, ২০১৮ শেষ নিঃস্বাস ত্যাগ করেন |

No comments:

Post a Comment