Sunday, 28 April 2019

QUESTIONS CRISP, ANSWERS PITHY


QUESTIONS CRISP, ANSWERS PITHY

প্রশ্ন : জগতের স্বরূপ কি ?
উত্তর : নিরূপাধিক চৈতন্যসত্ত্বা |

প্রশ্ন : সাধুসঙ্গের ফল কী ?
উত্তর : সত্ত্বগুণের সঞ্চার |

প্রশ্ন : ভ্রম কি?
উত্তর : দেহমনে আত্মবুদ্ধি |

প্রশ্ন : সন্ন্যাসী কে ?
উত্তর : যিনি কায়মনোবাক্যে পবিত্র, সর্বত্যাগী, ভোগে বিগতস্পৃহ, পরার্থতৎপর ও অহর্নিশি ঈশ্বরপ্রেমী |

প্রশ্ন : ধর্মাচরণে অপরিহার্য কি ?
উত্তর : পবিত্রতা |

প্রশ্ন : যোগে অপরিহার্য কি ?
উত্তর : কুলকুণ্ডলিনী জাগরণ |

প্রশ্ন : বিবর্তনের গতিপথ কি ?
উত্তর : এক হতে বহু (প্রাথমিক, প্রবৃত্তিমার্গে) ও বহু হতে এক (পরিশেষে, নিবৃত্তিমার্গে) |

প্রশ্ন : কোথায় চলেছি ?
উত্তর : একত্বের অভিমুখে |

প্রশ্ন : স্বামীজী প্রদত্ত ভারতবাসির ব্রত কি ?
উত্তর : ত্যাগ ও সেবা |

প্রশ্ন : জীবনের উদ্দেশ্য কি ?
উত্তর : আত্মসাক্ষাৎকার |

প্রশ্ন : রামকৃষ্ণ মিশনের আদর্শ কি ?
উত্তর : নিজের মোক্ষলাভের নিমিত্ত জগতের হিতসাধন |

প্রশ্ন : নেতাজীর যথার্থ অনুগামী হতে গেলে কি করণীয় ?
উত্তর : অখণ্ড ব্রহ্মচর্য অবলম্বনপূর্বক চরিত্রগঠন |

প্রশ্ন : সুভাসচন্দ্র বোস কি পরিশেষে সন্ন্যাসী হয়ে গুপ্ত জীবন যাপন করেছিলেন ? এর যাথার্থ কতটা বলে আপনাদের বোধ হয় ?

প্রশ্ন : নেতাজী কি বিবাহিত ও কন্যার পিতা ছিলেন ?

প্রশ্ল : অন্তর্হিত নেতাজী যে সন্ন্যাসী ভগবানজী, এর অকাট্য প্রমাণ কি ?

প্রশ্ন : ভারতের দাসত্বশৃঙ্খলমোচনকল্পে ফ্যাসিবাদি জাপানী সাম্রায্যের সহায়তা নেওয়াকে কেন্দ্র করে শ্রীঅরবিন্দ নেতাজীর প্রতি দেশদ্রোহিতার ও মাতৃভূমির প্রতি অপরাধের যে অভিযোগ এনেছেন, এবিষয়ে আপনার অভিমত কি ?

প্রশ্ল : নেতাজী রাশিয়াতে ছিলেন এমন কোনো অকাট্য প্রমাণ পাওয়া গেছে কি ?

প্রশ্ন : নেতাজীর সাথে বেঙ্গল ভলান্টিয়ার্সের যোগ কি?

প্রশ্ন : মহানিষ্ক্রমণের আসল কাহিনী কি ?

প্রশ্ন : সুভাসচন্দ্রকে কেন রাসবিহারীর উত্তরসূরী বলা যেতে পারে ?

প্রশ্ন : মাস্টারদা সূর্য সেন ও তাঁর সশস্ত্র বিপ্লবের সাথে নেতাজীর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো যোগ ছিল কি ?

প্রশ্ন: তাইহকু বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু কেন মিথ্যা?

প্রশ্ন : ২৩ জানুয়ারী, ১৪ এপ্রিল, ৬ জুলাই, ১৮ অগষ্ট, ২১ অক্টোবর ও ৩০ ডিসেম্বর --- এই দিনগুলির তাৎপর্য কি ?

প্রশ্ন : নেতাজীর যথার্থ অনুগামী হতে গেলে কি করণীয় ?
উত্তর : অখণ্ড ব্রহ্মচর্য অবলম্বনপূর্বক চরিত্রগঠন |

No comments:

Post a Comment