Saturday 6 April 2019

কে গবেষক, কেবা ভক্ত নেতাজির ?

কে গবেষক, কেবা ভক্ত নেতাজির ?
-----------------------------------------------

নেতাজির ভক্ত বলে নিজেকে পরিচয় দিলেই তো হবে না, নেতাজির মত উন্নত, উদার মানসিকতাসম্পন্ন হতে হবে | কটা তথ্য জানি তাঁর সম্বন্ধে, সেটিই ভক্তির একমাত্র নিয়ামক নয় | কতটা তাঁর শৌর্য বীর্যের অধিকারী ও উত্তরাধিকারী হতে পেরেছি, এটিও ভাববার কথা |

জ্ঞান মানুষকে বিনম্র করে, এটি শাস্ত্রবচন | তথ্য কিছু জ্ঞান নয় | তাই তথ্যসম্বলিত হয়ে যেন না ভেবে ফেলি যে নেতাজির বুঝি বা খুব বড় অনুগামী হয়ে পড়েছি | ভক্তি যেমন ভাবে জাত, প্রতিপালিত ও পরিবর্ধিত, অনুগমন তেমনি বলবীর্য পদত্ত হওয়ার মধ্যেই বিদ্যমান |

ক্ষাত্রবীর্যে যিনি বলীয়ান, তিনি তো কাপুরুষের ন্যায় আচরণে অসমর্থ | তাঁর বিরাট হৃদয়ে প্রেমের প্রস্রবণ | তিনি কি কারুর অপমানে নিজেকে সুখিত করতে পারেন ? এগুলি ভাববার বিষয় | নইলে, চরিত্রহীনতাহেতু ক্ষীণ শক্তির বক্রপ্রভাবে আচ্ছন্ন ভ্রান্তচিত্ত স্বীয় দুর্বলতাকে নেতাজিপ্রেমের পরাকাষ্ঠাজ্ঞানে দিবসশর্বরী অপরের চাইতে আপনাকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার ব্যর্থ প্রচেষ্টায় কালযাপন করবেন | তাই বিনম্র ব্যবহারের মধ্যেই নেতাজিভক্তি সীমায়িত হোক, অজস্র তথ্যপুঞ্জে নয় |

শালীনতা, শিষ্টাচার, যা নেতাজিচরিত্রের বিশিষ্টতা, এগুলি যেন আমরা নিজজীবনে প্রকাশ করতে পারি | এই সভ্য ব্যবহারের মধ্য দিয়েই হোক নেতাজিপূজা, এই সুসংস্কৃত মন দিয়েই হোক তাঁর প্রকৃত আরাধনা চরিত্রগঠন যার মূল লক্ষ্য | বাকি রইল সেই তথ্য সংগ্রহের উপাচার | এবার এই বিরাট হোমযজ্ঞে সবল ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে তার আয়োজনে ব্রতী হওয়ার সময় আগত কিন্তু চরিত্রটি আগে গঠিত হওয়া চাই |

বন্দে মাতরম !

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment