Wednesday 17 April 2019

বিবাহিত না ব্রহ্মচারী ? ... ১



বিবাহিত না ব্রহ্মচারী ? ... ১
------------------------------------
সুরেশচন্দ্র বোস নেতাজীর তথাকথিত বিবাহ--কন্যার গল্পটি সাজানো বলে দাবী করেছেন | তাঁর মতে এ ছিল এক জঘন্য পরিকল্পনা, রাজনৈতিক এক হীন ষড়যন্ত্র | কোন তথ্যের ভিত্তিতে এই চক্রান্তকে মেনে নেএয়া যায় ? নেতাজী কি নিজমুখে কখনো বলেছিলেন যে তিনি বিবাহিত ? ১৯৩৯ সালের চীনযাত্রার প্রাক্কালে তিনি তো তাঁর পাসপোর্টে নিজেকে অবিবাহিত বলে উল্লেখ করেছেন | অতএব, ১৯৩৭ সালের ২৪ নভেম্বরের বিবাহের গল্পটি ফাঁস হয়ে গেল | বাকি রইল আর দুটি গল্প --- ১৯৪১ ও ১৯৪২ এর বিবাহবার্তা | দুটিরই কোনো প্রমাণ নেই | নেতাজী যদি বিয়ে করতেন সত্যি, তাহলে কাউকে না কাউকে অবশ্যই বলতেন | কিন্তু তা তিনি করেননি | যদিও লক্ষ্মী ও প্রেম কুমার সাইগলের কন্যা কমিউনিস্ট নেত্রী সুৃভাষিনী আলী একটি সাক্ষাৎকারে বলেছেন যে নেতাজী নাকি তাঁর মাকে নিজ বিবাহ--কন্যার কথা গোপনে বলেছেন যখন লক্ষ্মী স্বামীনাথন (বিবাহের পর সাইগল) নেতাজীকে তাঁর প্রেম সাইগলের সাথে ভাবী পরিণয়ের পরিকল্পনার কথা জানান | নেতাজী তখন লক্ষ্মী স্বামীনাথনকে নিজ পরিণয় ও তার পরিণামস্বরূপ শিশুকন্যার কথা জানান | ইউটিউবে এই ভিটিওটি আশা করি আজও পাওয়া যাবে |
নেতাজীর পরিবার বৃহৎ এবং তার একাংশ কোনো কারণে মানেন যে নেতাজীর বিবাহ হয় তাঁর অষ্ট্রিয়ান সেক্রেটারি এমিলিয়ে শেঙ্কেলের সাথে | পরিণতি এক কন্যা, নাম অনিতা | বিবাহের তারিখ জানুয়ারী ১৯৪২, কন্যার জল্ম ৩০ নভেম্বর, ১৯৪২ | শিশির বোস শোনা যায় একবার বলেছিলেন যে নেতাজী ১৯৪১ সালে বিবাহ করেছিলেন | সে যাই হোক, আজ বোস পরিবারের একাংশ এই ১৯৪২ এর তারিখটাকেই মেনে চলে বিবাহের কাল বলে | এখন প্রশ্ন হচ্ছে যে এর কি কোনো নথিপত্র আছে ? মেজদাদা শরৎচন্দ্র বোসকে নেতাজীর লেখা একটিমাত্র চিঠি ছাড়া আর কোনো ' প্রমাণ ' নেই | চিঠিটির যাথার্থ আইনিভাবে প্রমাণসাপেক্ষ যা আজও বোসবাড়ীর এই অংশ করেননি | ফরেন্সিক পরিক্ষায় প্রমাণ করা অবশ্যই সম্ভব পত্রটি জাল কি জাল নয় | কারণ নেতাজী বিশেষজ্ঞরা অনেকেই এই চিঠিকে জাল বলে দাবী করেছেন | এছাড়াও নেতাজী অন্তর্ধানের কয়েক দশক পর হঠাৎ একদিন পাওয়া গেল এক বাক্স নেতাজীর এমিলিয়েকে লেখা প্রেমপত্র | এগুলি পুস্তক আকারে প্রকাশিত হয়েছে ও পাঠকের মনে এই বিতর্কিত বিবাহ নিয়ে বিভ্রান্তি বাড়াচ্ছে, বহু মানুষের এই বিষয়ে দ্বন্দকে বিশ্বাসে পরিণত করছে | এই প্রেমপত্রগুলিও ফরেন্সিক প্রমাণসাপেক্ষ |
প্রথম ভাগ সমাপ্ত
ক্রমশঃ ...
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment