Sunday, 21 April 2019

নেতাজী দেশদ্রোহী ? ... ১

নেতাজী দেশদ্রোহী ? ... ১
---------------------------------
বিবেকানন্দ ও ব্রহ্মানন্দের ন্যায় মহাপুরুষই একমাত্র নেতাজীর ন্যায় মহাপুরুষকে চিনতে পারেন | এ আর কারো কর্ম নয় | বাকিরা সেই স্তরেরই নন যে সঠিক চিনবেন |
বিবেকানন্দ ছিলেন নেতাজীর প্রাণপুরুষ ও ব্রহ্মানন্দ দিয়েছিলেন তাঁকে দিগদর্শন | রবীন্দ্রনাথ নেতাজীকে অত্যন্ত স্নেহ করতেন এবং তাঁর রাজনৈতিক সঙ্কটকালে তাঁকে সর্বপ্রকার সমর্থন ও সহযোগীতা করেছিলেন | মহাত্মা গান্ধী যখন সুভাসচন্দ্রকে একঘরে করার চক্রন্ত করেন তখন রবীন্দ্রনাথই প্রতিবাদ করেন ও গান্ধীজীকে চিঠি লিখে সঙ্কটমোচনের অনুরোধ জানান | এরপর শান্তিনিকেতনের সুন্দর পরিবেশে সুভাসকে ডেকে নিয়ে তাঁর আহতচিত্তের শুশ্রুষা করার প্রয়াস করেন | অথচ, আর এক বিতর্কিত বিপ্লবী তথা পণ্ডীচেরী পলাতক পন্ডিত তথা বহুজনের প্রণম্য ও প্রাতঃস্মরণীয় পুরুষ, শ্রীঅরবিন্দ, নেতাজীর বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ আনেন জাপানের সহায়তা নেওয়ার জন্য | এই অভিযোগে নাকি পণ্ডীচেরী আশ্রমের শ্রীমাও সোচ্চার ছিলেন | এখন বিচার্য, কি কারণে তাঁদের এই ভীষণ আরোপ নেতাজীর ওপর |
প্রথম ভাগ সমাপ্ত
ক্রমশঃ ...
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment