বিবাহিত না ব্রহ্মচারী ? ... ২
-------------------------- -----------
একথা প্রায়শই বলা হয়ে থাকে যে নেতাজী রক্তমাংসের মানুষ, বিয়ে করে থাকতেই পারেন | বিয়ে করাটা কি পাপ না অস্বাভাবিক তাঁর পক্ষে ? তাঁর বিয়ে করার বাসনা হয়ে থাকতেই পারে প্রবাসে এবং হয়ত তিনি তাঁর হবু পত্নির দ্বারা কর্মে অনুপ্রেরণা পেয়ে থাকতে পারেন | এটা তো খুবই স্বাভাবিক পরিণতি মানুষের জীবনের, তাই নয় কি ? এমনই প্রশ্ন করে থাকেন এই সকল অতিবোদ্ধাগণ | যদি বুদ্ধদেব বিয়ে করে থাকতে পারেন, তবে সুভাসচন্দ্রের বাধা কোথায় বিয়ে করায় ?
খুবই যুক্তিযুক্ত ভাব এটি নিঃসন্দেহে কিন্তু এই যুক্তিকে এক কথায় খণ্ডন করা যায় এই বলে যে এমন কোনো তথ্য আজ পর্যন্ত পাওয়া যায়নি যার দ্বারা সুভাসচন্দ্রের শুভপরিণয়সূচক অনুষ্ঠানটি সংঘটিত হয়েছে বলে দাবি করা যায় | নেতাজী জীবনে একটিবারও বলেননি যে তিনি বিবাহিত ও এক শিশুকন্যার জনক | ১৯৩৯ এ চীন যাওয়ার আগে তিনি নিজহাতে পাসপোর্টের ফর্মে লেখেন যে তিনি অবিবাহিত | এরপর জাপানের এক জনসভায় নেতাজী বলেছিলেন সমবেত বালকবৃন্দকে যে তাঁর যেহেতু কোন ছেলে নেই, অতএব, উপস্থিত সকল বালকই তাঁর সন্তান | এই ঘটনাকে কেন্দ্র করে বিবাহবিশেষজ্ঞেরা বলে থাকেন যে নেতাজী বলেছন তাঁর কোন ছেলে নেই, একথা তো হক কথা, কিন্ত তাঁর তো মেয়ে থাকতে পারে | অতএব, বিবাহের ও পিতৃত্বের সম্ভাবনা থেকেই যায় |
দ্বিতীয় ভাগ সমাপ্ত
ক্রমশঃ ...
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
--------------------------
একথা প্রায়শই বলা হয়ে থাকে যে নেতাজী রক্তমাংসের মানুষ, বিয়ে করে থাকতেই পারেন | বিয়ে করাটা কি পাপ না অস্বাভাবিক তাঁর পক্ষে ? তাঁর বিয়ে করার বাসনা হয়ে থাকতেই পারে প্রবাসে এবং হয়ত তিনি তাঁর হবু পত্নির দ্বারা কর্মে অনুপ্রেরণা পেয়ে থাকতে পারেন | এটা তো খুবই স্বাভাবিক পরিণতি মানুষের জীবনের, তাই নয় কি ? এমনই প্রশ্ন করে থাকেন এই সকল অতিবোদ্ধাগণ | যদি বুদ্ধদেব বিয়ে করে থাকতে পারেন, তবে সুভাসচন্দ্রের বাধা কোথায় বিয়ে করায় ?
খুবই যুক্তিযুক্ত ভাব এটি নিঃসন্দেহে কিন্তু এই যুক্তিকে এক কথায় খণ্ডন করা যায় এই বলে যে এমন কোনো তথ্য আজ পর্যন্ত পাওয়া যায়নি যার দ্বারা সুভাসচন্দ্রের শুভপরিণয়সূচক অনুষ্ঠানটি সংঘটিত হয়েছে বলে দাবি করা যায় | নেতাজী জীবনে একটিবারও বলেননি যে তিনি বিবাহিত ও এক শিশুকন্যার জনক | ১৯৩৯ এ চীন যাওয়ার আগে তিনি নিজহাতে পাসপোর্টের ফর্মে লেখেন যে তিনি অবিবাহিত | এরপর জাপানের এক জনসভায় নেতাজী বলেছিলেন সমবেত বালকবৃন্দকে যে তাঁর যেহেতু কোন ছেলে নেই, অতএব, উপস্থিত সকল বালকই তাঁর সন্তান | এই ঘটনাকে কেন্দ্র করে বিবাহবিশেষজ্ঞেরা বলে থাকেন যে নেতাজী বলেছন তাঁর কোন ছেলে নেই, একথা তো হক কথা, কিন্ত তাঁর তো মেয়ে থাকতে পারে | অতএব, বিবাহের ও পিতৃত্বের সম্ভাবনা থেকেই যায় |
দ্বিতীয় ভাগ সমাপ্ত
ক্রমশঃ ...
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment