Saturday 6 April 2019

'একলা চলো রে'

'একলা চলো রে'
---------------------
'একলা চলো রে' কথাটি আক্ষরিক অর্থে সত্য বলে বোধ হয় যে মুহূর্তে কোনো বৃহৎ পরিকল্পনা রূপায়নে মানুষ ব্রতী হন | সভ্যতা যে কত স্বার্থসম্পৃক্ত তা সেই ক্ষণে উপলব্ধি হয় যখন স্বদেশ তথা বিশ্বকল্যাণকর্মে কেউ নিজেকে উৎসর্গিকৃৃত করেন |

নেতাজির জীবনে প্রতিটি পদে মহত্বের সংঘাত ক্ষুদ্র স্বার্থের সাথে যার অমৃতগরল উভয় ফললাভ হয়ে চলেছে আজও | তাঁর চলার পথটি ছিল পৃথক, স্বতন্ত্র, তাই তাঁকে একলা পথপরিক্রমা করতে হয়েছিল | এ পথে প্রতি পদক্ষেপে তিনি বাধা পেয়েছেন, ত্রীপুরি থেকে ইম্ফল, তাইহকু থেকে শূণ্যে বিলীন, নাকি মস্কো হতে নৈমিষারণ্য, বস্তি, ফৈজাবাদ, অযোধ্যা, শেষে জ্ঞানগঞ্জ ? যে পথেই গেছেন, চলার সাথী পেয়েছেন নিজেকেই, তাই এক অর্থে তো অবশ্যই অনপেক্ষ সন্ন্যাসী তিনি |

গান্ধীজির আপোষহীন বিরোধিতাকে অতিক্রম করে সে যুগে যিনি স্বদেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছিলেন, যিনি বিশ্বযুদ্ধে পরাজয়ের মুখে দাঁড়িয়েও বলতে পারেন একথা যে বিপর্যয় সাময়িক, স্বাধিনতা সুনিশ্চিত, তাঁর সম্বন্ধে বাক্যব্যয় ধৃষ্টতামাত্র | নিরলস এই সংগ্রামীর একজনমাত্র চিরসখা ছিলেন যিনি কোনো অবস্থাতেই মুহূর্তের তরেও তাঁকে পরিত্যাগ করেন নি, তিনি স্বয়ং সুভাসচন্দ্র |

এ এক বিস্ময়কর জীবন কিন্তু অপার স্বদেশপ্রেমের মাঝেও গভীর বেদনাদায়ী কারণ ক্লীব এই ভারতবাসি মাতৃভূমির স্বাধীনতার মূল্য পূর্ণরূপে আজও দেয়নি | তাই কি সুৃভাষ গুমনামী ? এর উত্তর আমার জানা নেই | যাঁরা জানেন, তাঁরাই বলুন | আমি শুধু জানি তিনি মৃত্যুপথের পথিক, একক, অদ্বিতীয়, অনপেক্ষ মৃত্যুঞ্জয়ী বীর | বুঝি তাঁরই জন্য কবির কন্ঠে ধ্বনিত হয়েছিল 'একলা চলো রে |'

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment