Sunday 28 April 2019

হা ঠাকুর !

হা ঠাকুর !

দেশে রজোগুণের প্লাবন আনার অর্থ এই নয় যে ' আধ্যাত্মিকতার ' দোহাই দিয়ে প্রাতিষ্ঠানিক প্রকল্পে ও উদ্বোধন অনুষ্ঠানে অর্থের যথেচ্ছ অপচয় করা নৈতিকতার সীমা উল্লঙ্ঘন নয় | স্বামীজীর বাস্তব বক্তব্যের একটি ছিল মিতব্যয়িতা | সেটি আজ প্রাতিষ্ঠানিকভাবে বিস্মৃত | এই ভাবেই অবতারের পুনরাগমনহেতু যুগপ্রোয়জন সৃষ্ট হয় | আজকের এই অবক্ষয় এক ভগবান স্বয়ং নবকলেবর ধারণের মধ্য দিয়ে দূর করতে পারেন | হা ঠাকুর, হায় মা, হা স্বামীজী, হায় সিস্টার, এই কি শেষে আমাদের দশা হল ?
কোথা ঈশ্বর প্রস্তরখণ্ড প্রোথিত করার মাঝে ? নরদেবতা কেঁদে ফেরে পূজার অভাবে আর স্থবির অথর্ব মূর্তির প্রসন্নতাকল্পে অযোচিত অর্থের অসদ্বব্যবহার !

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment