Saturday, 27 April 2019

কেমনে বাঁধিব তায় ? ... ১


কেমনে বাঁধিব তায় ? ... ১

ঠাকুর তো পিঞ্জরাবদ্ধ বিহঙ্গ নন যে তাঁর ওপর প্রতিষ্ঠানের মোহর লাগিয়ে তাঁকে বন্দি করে রাখব | তিনি আত্মাপক্ষী, মুক্তবিহঙ্গ, কোনো শৃঙ্খলে আবদ্ধ নন | তাঁর ইচ্ছায় যদি প্রতিষ্ঠান চলে তো মঙ্গল, নচেৎ, তাঁর পুনর্বার রূপপরিগ্রহের সময় আগত | বলেছিলেন, " শতবর্ষ ভক্তহৃদয়ে সূক্ষ্মদেহে থাকব | ... পার্ষদদের পূর্ণজ্ঞান দিলাম না | পূর্ণজ্ঞান দিলে তারা আবার আসবে কেন ? ... যারা অন্তরঙ্গ, তাদের মুক্তি হবে না | বায়ুকোণে আর একবার (আমার) দেহ হবে | "

ক্রমশঃ

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment