Monday 1 April 2019

প্রাতঃস্মরণীয়

প্রাতঃস্মরণীয়
------------------

ছোটবেলায় আমায় মা 'প্রাতঃস্মরণীয়' শব্দটি বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দ, রবিন্দ্রনাথ, নেতাজি প্রমুখ মহাপুরুষদের উদ্দ্যেশ্যে ব্যবহার করতে শিখিয়েছিলেন | আজ প্রৌড়ত্বে এসে সেই শব্দটি রাসবিহারী বোসের উদ্দ্যেশ্যেই বেশী করে ব্যবহারযোগ্য বলে মনে হচ্ছে | মুক্তিসংগ্রামের এই মহানায়ক প্রত্যহ প্রাতে তাঁর বিচিত্র বহুরূপীর সাজে, ছদ্মবেশে এসে দাঁড়ান আমার কাছে আর আমায় চিনে নিতে হয় তাঁকে সেই অন্তরাল হতে | আয়তনেত্র, প্রখর বুদ্ধিযুক্ত, প্রত্যুৎপন্নমতিত্বসম্পন্ন, অসমসাহসি, ক্ষিপ্র, বলিষ্ঠ, তেজস্বী এই বীরকেই শেষে প্রাতঃস্মরণীয়ের শিরোপাটা দেওয়া হয়ে গেল | প্রতিপ্রাতে এই মহাবিপ্লবীর পুণ্যস্মরণেই হোক জাগরণের প্রথম প্রহেরর প্রারম্ভ ও তাঁরই স্মরণে হোক দিবসরজনীযাপন ! তাঁর আশীষে হোক দেশপ্রেমে প্রবুদ্ধ এ মন ! বন্দেমাতরম !

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment