Sunday 7 April 2019

বিস্নৃত বিপ্লবীরা


বিস্নৃত বিপ্লবীরা 
---------------------

সর্দার উধম সিং দীর্ঘ ২৩ বছর ধরে তপস্যার আগুনে স্বীয় স্বদেশপ্রেমের বহ্নিটি জ্বালিয়ে রেখে জালিয়নওয়ালা হত্যাকাণ্ডের যে প্রতিশোধ নিলেন ১৯৪২ সালে মাইকেল ও'ড্বায়ারকে হত্যা করে, গান্ধীজি তাঁর সেই অমর কীর্তিকে পাগলের কর্ম বলে এক কথায় নস্যাৎ করে দিলেন | যদি জাতির জনক একথা বলেন, তাহলে আর এদেশে বীরের সম্মান আসবে কোথা থেকে ? তাই তো রাসবিহরী, বাঘা যতীন ব্রাত্য, বরকাতুল্লা, বিনয়--বাদল বিস্মৃত ও শচীন সান্যাল, রাজেন লাহিরীর স্মৃতি ভূগর্ভের অতলে প্রোথিত | তাই শশী ঠরূর বলতে পারেন একথা কোনো প্রতিবাদ না শুনেই ক্যালকাটা ক্লাবে যে ভগৎ সিং নেহাৎই বোকামির পরিচয় দিলেন এসেম্বলী হলে ওইভাবে বোমা ফেলে যা নাকি নিষ্ফল প্রতিপন্ন হল | মঞ্চে উপবিষ্ট সঞ্জীব সান্যাল (শচীন সান্যালের ভাইয়ের পৌত্র) শুনলেন কিন্তু কোনো প্রতিবাদ করলেন না যদিও উনি বিপ্লবীদের স্বপক্ষে অনেক যথার্থ কথা বললেন সেদিন |

উধম সিং পাগল আর ভগৎ সিং বালখিল্যতার স্বীকার --- এই তো আমাদের বিপ্লববোধ, আমাদের স্বদেশপ্রেমের নমুনা | এদেশে এই সত্যাগ্রহীদের কাছ থেকে এই মথ্যাচারের অতিরিক্ত আর কীই বা আশা করা যেতে পারে ? বলবীর্যহীন এই ভূখণ্ডে তাই পুরুষ জন্মায় কদাচ | সবই কাপুরুৃষের দল |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment