Wednesday 17 April 2019

সুত্রাকারে নেতাজী

সুত্রাকারে নেতাজী
------------------------

নেতাজীর অনুপ্রেরণা স্বদেশপ্রেম, লক্ষ্য মাতৃভূমির শৃঙ্খলমোচন, শক্তি ব্রহ্মচর্য ও সাধনা তন্ত্রের | তাঁর ইষ্ট রামকৃষ্ণ, গুরু বিবেকানন্দ, পথপরিচালক নিজ বুদ্ধিবিবেচনা ও বৈরাগ্যজাত অন্তর্দৃষ্টি, ও পন্থা ত্যাগ ও সেবাসহায়ে সর্ববিধ মানবকল্যাণসাধন | সর্বোপরি ছিল তাঁর ঐকান্তিক ভক্তি রামকৃষ্ণ--বিবেকানন্দের প্রতি ও তাঁদের প্রচারিত মানবধর্মের সূত্রগুলির বাস্তবরূপায়ণে তাঁর ছিল অপরিসীম আগ্রহ যার জন্য তিনি জীবনপাত করেছিলেন |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment