Saturday, 27 April 2019

কেমনে বাঁধিব তায় ? ... ২


কেমনে বাঁধিব তায় ? ... ২

ঈশ্বর বিষয়বুদ্ধির গোচর নন যে তাঁকে কলুষিত, কামনালিপ্ত, অহংকৃত, বুদ্বুদসম, বাসনাসিক্ত বুদ্ধিসহায়ে বুঝে ফেলবেন | এ বিড়ম্বনা পরিত্যাপূর্বক শ্রদ্ধাবনতচিত্তে অখণ্ড ব্রহ্মচর্য অবলম্বন করে ঈশ্বরতত্ত্ব অনুধাবনকল্পে যত্নশীল হউন | নইলে বৃথা নরজন্মের যৌবন-প্রৌঢ়কালের আস্ফালন | পরিশেষে ঠকে যাবেন যখন, রামমোহনের ভাষায়, ' শেষের সেদিন বড়ই ভয়ঙ্কর ' শিয়রে এসে দাঁড়বে আর ' যখন সবাই কবে কথা, তুমি রবে নিরুত্তর |'

ক্রমশঃ

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment