Wednesday 19 April 2023

লিখে জানান তুলসী মহারাজ (স্বামী নির্মলানন্দ) শ্রীরামকৃষ্ণের মন্ত্রশিষ্য ও তাঁর সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদ


লিখে জানান তুলসী মহারাজ (স্বামী নির্মলানন্দ) শ্রীরামকৃষ্ণের মন্ত্রশিষ্য ও তাঁর 
সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদ

-------------------------------------------------


যাঁরা আমার লেখা পড়েন এবং তুলসী মহারাজ (স্বামী নির্মলানন্দ) যে শ্রীরামকৃষ্ণের মন্ত্রশিষ্য এবং সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদ, এই কথাটি প্রকাশ্যে ফেসবুকে লেখার সৎসাহস রাখেন, তাঁদের আমার অন্তরের শ্রদ্ধা জানাই | যাঁরা সত্যাশ্রয়ী, নির্ভীক এবং অন্যায় ও অসত্যের সাথে আপস করেন না, তাঁরা মন্তব্যের জন্য রক্ষিত স্থানে (comment sectionএ) লিখে জানান আপনাদের সমর্থন এই ব্যাপারে একেবারে পরিষ্কারভাবে যাতে আপনাদের প্রদত্ত মতামত সম্বন্ধে কোন ধাঁধা না থেকে যায় |


সত্য জানানোর সকল প্রচেষ্টা করছি আমরা | তৎসত্ত্বেও যাঁরা অসত্যের সমর্থনে নিশ্চুপ, নির্বাক থাকবেন অথবা অযৌক্তিক বাদানুবাদ করে মিথ্যা রটনাকে স্থায়ীত্ব দেওয়ার প্রচেষ্টা করবেন, তাঁরা অবিদ্যাশক্তির হয়ে লড়ছেন, একথা মনে রাখবেন | তাঁরা সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণের প্রতি যথাযথ মর্যাদা দিলেন না বলে জানবেন |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment