Tuesday 4 April 2023

যাঁরা সাধারণ, তাঁরাই অসাধারণ





যাঁরা সাধারণ, তাঁরাই অসাধারণ

---------------------------------


বাক্যের যত চাতুরীই করুক না কেন মানুষ, সরল না হলে ভগবান কৃপা করবেন না | তিনি তো বাক্যের দাস নন, তিনি শব্দের প্রভু, ধ্বনির আদি উৎস, ভাবগঙ্গার মূলাধার ও সহস্রার |


কত সাধারণের মধ্যে অমায়িক ভাব দেখে বিনম্র হই, আবার কত তথাকথিত গুণীজনের, সমাজে সমাদৃত ব্যক্তির প্রচ্ছন্ন অহংকার লক্ষ্য করে বিরক্ত বোধ করি, তাঁদের 'আমায় দেখো, আমায় দেখো' ভাব দেখে মনে তিক্ত প্রতিক্রিয়া জন্মায় |


সাধু যিনি সত্যিকারে, তিনি এর ঊর্দ্ধে অবস্থান করেন কিন্তু তাঁর ছায়ানন্দের দল নিজেদের প্রতিষ্ঠার জন্য আপ্রাণ আকুল, বাগাড়ম্বরের মাঝে, শাস্ত্রবচনের লঘু পরিবেশনায় | এঁরা দেবভাষার দুই এক চরণ বেশ আয়ত্ত করেছেন ও তারই সুবাদে জ্ঞানগরিমায় স্ফীত হয়ে ঈশ্বরের কপটনৈকট্য অনুভব করছেন |


তা বেশ | কিন্তু এতে কেউ বিভ্রান্ত হবেন না | নিজের সরলতাটুকু, অমায়িক ভাবটুকু ধরে থাকুন প্রাণপনে | যদি হয়, তো ওতেই হবে, নচেৎ নয় |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment