Wednesday 19 April 2023

বাক ও ভাব


বাক ও ভাব

------------


বক্তৃতায় শব্দারম্বর যদি ভাবের আন্তরিকতা ও গভীরতাকে অতিক্রম করে, শব্দ যদি মর্মকে ছাপিয়ে ভাবগাম্ভীর্যকে খর্ব করে, তো শ্রোতৃবর্গের অধ্যাত্মসত্তা বিশেষ অনুরণিত হয় না | এই বোধটি স্মরণে রেখে শব্দ ও ভাবের সামঞ্জস্য রক্ষা করা চাই | তাতেই বক্তৃতার সাফল্য শ্রোতার অন্তরকে স্পর্শ করার মধ্যে |


বক্তার চরিত্র, জীবনযাত্রা, বৌদ্ধিক স্তর, হৃদয়ের ব্যাপ্তি, বিষয়াসক্তি ও অধ্যাত্মচেতনার স্তর, সবই তাঁর বক্তৃতাকে প্রভাবিত করে ও শ্রোতার চিত্তে তার প্রভাব কি রকম হবে তা নির্ধারন করে | বক্তৃতায় ভাবপ্রকাশে শব্দ অপরিহার্য বটে কিন্তু শব্দই সেই ভাবকে সর্বাধিক খর্ব করে স্বীয় অগ্রাধিকার ঘোষণা করে | এইখানের বক্তৃতার বিফলতা | স্মরণে থাক এই সকল কথা |


বাগ্ দেবী ভাবেরও অধিশ্বরী | তাঁর কাছে প্রার্থনা, যেন শব্দ ও ভাবের পূর্ণ সামঞ্জস্য থাকে বক্তব্যপ্রকাশে, যেন ভাবের গাম্ভীর্য সৌন্দর্যমণ্ডিত হয়, যেন সুন্দর ভাবময় হয় | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment