বৈভব আর ভগবান একাসনে বসেন না | যেখানে বৈভব, সেখানে তাঁর আসন শূণ্য |
ঈশ্বর আর ঐশ্বর্য এক নয় | যেখানে ঐশ্বর্য, সেখানে ঈশ্বর কই ? তবে না ত্যাগের মাহাত্ম্য ? "একদিকে আমি নিরস্ত্র, অপরদিকে আমার ১১ অক্ষয়িনী নারায়ণী সেনা |" ভগবান ব্রহ্মবস্তু, মায়িক ঐশ্বর্য নন | এঁদের একাসনে অবস্থান অসম্ভব | স্বামীজীর উক্তিতে, "God and the Universe are parallel lines that never meet."
ভগবান ব্রহ্মাণ্ডে অনুস্যূত হলেও বিষয় হতে স্বতন্ত্র | বৈভব বিষয়সূচক, অধ্যাত্মসূচক নয় | তাই ঠাকুরের অমানুষিক ত্যাগের নিদর্শন, 'টাকা মাটি, মাটি টাকা'রূপ অভূতপূর্ব উক্তি |
No comments:
Post a Comment