Saturday 22 April 2023

যাঁরা সত্যের সেবক, তাঁরাও শিবজ্ঞানে শিবসেবা করছেন | শিবজ্ঞান যদি হলই, তো জীব আর রইল কই ?


যাঁরা সত্যের সেবক, তাঁরাও শিবজ্ঞানে শিবসেবা করছেন | শিবজ্ঞান যদি হলই, তো জীব আর রইল কই ?

----------------------------------------------------


তুলসী মহারাজ যে ঠাকুরের সাক্ষাৎ মন্ত্রশিষ্য, এই সত্য প্রতিষ্ঠার নিরন্তর প্রয়াস যা ব্রহ্মগোপাল দত্ত, অজয় কুমার বসু, অমল নারায়ণ দত্ত, ডঃ পি. অচ্যূতন, মনোজ সিওয়ান (Manoj Sivan) প্রমুখ করে গেলেন, তা কি ঠাকুরের, মানুষের ও সত্যের সেবা নয় ? জনহিতকর কল্যাণকর্ম নয় ? অসত্যপ্রচারের বিরুদ্ধে সত্যস্থাপনের জন্য পূর্ণ মর্যাদা রক্ষা করে রুখে দাঁড়ানো, দিনরাত এক করে অমানুষিক পরিশ্রম করা, সকল বাধা উপেক্ষা করে, নিদারুণ মানসিক কষ্ট সহ্য করে সত্যস্থাপনের একনিষ্ঠ সাধক হওয়া কি সেবা নয় ? শুধু কি অন্নদান, বিদ্যাদান, ধর্মদান ও জ্ঞানদানই সেবা ? সত্যদান সেবা নয় ? এই সত্যদান কি বিদ্যাদান, ধর্মদান ও জ্ঞানদানের অন্তর্গত নয় ? 


সঙ্ঘ ভুল করলে তা সংশোধনের নিবেদন-আবেদন করা নৈতিক কর্ম না অনৈতিক কর্ম ? আর যদি এই ভুল নিছক ভুল না হয়ে সঙ্ঘগত সিদ্ধান্ত হয়, তার বিরুদ্ধে সত্যস্থাপনের প্রচেষ্টা করা, সংগ্রাম করা কি অন্যায় ? অন্যায়ের বিরুদ্ধে লড়া কি অন্যায় না ন্যায় ? তুলসী মহারাজের সঠিক পরিচয় ও অবিস্মরণীয় কীর্তিকে সুচিন্তিতভাবে সঙ্ঘের ইতিহাস হতে মুছে ফেলার অপপ্রয়াসের দ্বারা কার সবচেয়ে বেশী ক্ষতি হল এ কথা ভেবে দেখেছেন ? সত্যভ্রষ্ট হল সঙ্ঘ, যে সত্য সঙ্ঘের মূল সৌধ ছিল একদিন | আদর্শচ্যূত হল সেই সাথে সাথে সঙ্ঘ কারণ এই সঙ্ঘের প্রাণপুরুষ হলেন নরশরীরে সত্যের প্রতিভূ, রামকৃষ্ণ-বিবেকানন্দরূপ অখণ্ড এক দিব্য ব্যক্তিত্ব | 


সত্য গেল তো সব গেল | ঠাকুর বলেছেন, "একের পিঠে যত শূণ্য বসাও, সংখ্যা বাড়বে | কিন্তু এক কে যদি মুছে ফেল তো যতই শূণ্য বসাও, সংখ্যার মান শূণ্যই থাকবে |" ওই এক হল সত্য | যতক্ষণ সত্য আছে, ততক্ষণ সব ঠিকঠাক | সত্যকে যেই অপসারিত করা হল, সব গোলমাল হতে শুরু করল যার পর্যায়ক্রম মূল্যবোধের অবক্ষয়, অর্থের সাথে অনর্থক আপস, সঙ্ঘমধ্যে গণতান্ত্রিক সহমর্মীতার অভাব ও কতিপয় কর্তৃপক্ষীয় ব্যক্তিত্বের অতিশয় দাপট যা আদিপর্বের পরস্পর পরস্পরের প্রতি ভালবাসার মূলমন্ত্র হতে বহুবিচ্যূত | 


ঋষিপ্রদর্শিত পথ থেকে নড়লেই মায়ার গহ্বরে পড়তে হবে, এ এক অবিসংবাদিত সত্য | তাই ঋষির ঋষি স্বামী বিবেকানন্দ ও তাঁর প্রভু সাক্ষাৎ পরমেশ্বর পরমহংস রামকৃষ্ণের সাবধানবাণীর যথাযথ পালন না হলেই পতনের সম্ভাবনা | এ বিষয়ে যাঁরা সচেতন ও কার্যত অগ্রণী, তাঁরাই প্রকৃত ভক্ত | তাঁদের কথা শোনা শুভানুষ্ঠান, তাঁদের কর্মে সহায়তা করায় কল্যাণ নিহিত, তাঁদের পাশে দাঁড়িয়ে সমস্বরে সত্যপ্রতিষ্ঠার তরে দাবি জানানো ধর্মপালন | কার্যত কিন্তু দেখা যায় বলশালী সঙ্ঘেরই বিজয় জড়শক্তিসহায়ে | পরিণামে পতন, ইতিহাস যার সাক্ষ্য বহন করছে সারা বিশ্বে | ঠাকুরের সন্তানদের গোড়ার ইতিহাসই যদি বিকৃত হল, তো রইল কি ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment