Thursday, 27 April 2023

ঠাকুরের রূপ




ঠাকুরের রূপ

-------------------

ঠাকুরের সাধনকালের চেহারা আমরা কল্পনাও করতে পারি না | স্বর্ণকান্তি, তপ্তোজ্জ্বল, দেবপ্রভা---এমন রূপ যে ঠাকুর জগন্মাতাকে বলছেন, "মা, ঢুকে যা, ঢুকে যা ভেতরে | নইলে বিষয়ীদের ভীড়ে টিকতে পারব না |" শ্রীশ্রীমা বলেছিলেন, "তখন ঠাকুরের গায়ের রং এমন হয়েছিল যে সোনার কবচের সাথে এক হয়ে যেত |" আজ হঠাৎ কেন জানি প্রেমেশ মহারাজের বার্ধক্যের এই দিব্যরূপ দেখে ঠাকুরের যৌবনকালের দিব্যকান্তির কথা মনে পড়ে গেল | ছবি তো নেই, তাই কল্পনাসহায়ে সে যুগে গমন | পরে ঠাকুরের রং মলিন হয়ে যায় | দীর্ঘকাল ধরে পেটের রোগে ভুগে শরীরের সৌন্দর্যের মধ্যে শুধু দেবশিশুসুলভ কোমলতা ও এক অপার্থিব পবিত্রতা রয়ে যায় | বাকি সব তাঁর অন্তরের গহনে---যাঁর প্রতি তাঁর কৃপা, তিনি দেখুন তাঁর প্রেমনেত্র দিয়ে |


রচয়িতা : সুগতবসু (Sugata Bose)

No comments:

Post a Comment