Thursday, 13 April 2023

বিয়েন শি ফাসী


বিয়েন শি ফাসী

----------------


এই শতাব্দি সম্ভবত চীনের প্রাচীন উন্নতির পুনরাবৃত্তি দেখবে | এমেরিকার দম্ভ চূর্ণ হবে | শীঘ্রই বিবেকানন্দের প্রচার-প্রসার চীন সরকার নিজদেশে নিজ উদ্যোগে করবে বলে আমার বিশ্বাস | তারা শক্তিলাভ করেছে | এবার চৈতন্যলাভের পালা | ভারতের বিবেকানন্দকে চিনতে এখনও কিছুটা দেরী | তমোগুণে তাঁকে ধরা যায় না | তাই তিনি বলতেন, "চাই রজো, রজো, রজো |" চীন রজোগুণাশ্রয়ী হতে চলেছে বহুলাংশে | তাই তার উত্থান অবশ্যম্ভাবী, অপ্রতিরোধ্য |


বিবেকানন্দ চীনের প্রতি অতি সনানুভূতিশীল ছিলেন | তিনি চীনের চৈতন্যলোকে উত্থানে সহায় হোন | চীনেরা কৃতজ্ঞ জাতি, উপকারীর মান দিতে জানে | দিক তবে চীন 'বিয়েন শি ফাসী'কে তাঁর যথাযথ মান | 'বিয়েন শি ফাসী' নামে ওরা বিবেকানন্দকে ডাকে নিজেদের মত মনে করে | 'বিয়েন শি ফাসী'র অর্থ চীনে ভাষায় 'বিবেকের আনন্দ' |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment