Monday 17 April 2023

POESY


POESY


যাঁরে সমদর্শী দেখি---

ভিখারী ও রাজার প্রতি

একই মনোভাব---

তাঁর প্রতি শ্রদ্ধা জাগে 

নতনমস্কারে,

সাধু বলে এক লহমায়

চিনে নিই তাঁরে ।


যিনি দম্ভভরে কর্ম করেন

লোককল্যাণ লাগি,

অর্থে প্রভুর চিত্র আঁকেন,

মান্যে অনুরাগী,

তাঁর কঠোর দয়ার অভিলাষী

কে বা বলো ভাই ?

মানুষরূপী দেবতার

কি আর অন্য গতি নাই ?


আছে বইকি, আছে, আছে

এক ভিন্ন গোছের প্রাণী---

সুধাহ্রদে থাকেন ডুবে,

পাশ কোনো না মানি ।

স্পর্শে তোলেন অমৃতঢেউ,

জাগান শিহরণ,

তাঁর কাছে ভাই সবই সমান,

সকলেরে নেন টানি ।

ইনি সাধুও নন, গৃহীও নন,

তাঁকে শুধু মানুষ বলেই জানি ।


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : স্বামী প্রভানন্দ (কেতকী মহারাজ)

No comments:

Post a Comment