Wednesday 3 March 2021

যারে কয় প্যাঁদানি -- প্রস্তর যুগের একেবারে


যারে কয় প্যাঁদানি -- প্রস্তর যুগের একেবারে

--------------------------------------------
খুব পেটানি খেলাম আজ প্রস্তরসংগীতকে প্রস্তররব বলায় | যা হোক ধোলাই হল আমার | ছাতা জানি কি কাকে কি বলে ? তবু বাপু বলতেই হবে এসব উচ্চ কলরবমাত্র, সংগীত নয় | বিশুদ্ধ শাস্ত্রীয় সংগীতই যথার্থ সংগীত | বাকি সব হল যারে কয় ওই ভ্যাংসাইতে শিখেসে আর কি | যা হোক, ছেলেমানুষ, কি আর বলি? এদের তো আর শাস্ত্রীয় সংগীতের শ্রুতি বোঝানো যাবে না | এ্যারা হইল গিয়া যারে কয় impervious rock | তাই ধ্রুব পদে (ধ্রুপদে) আর যাইলাম না | ওই হ্যারিসন সাহেব পণ্ডিতজীর শিষ্যত্ব গ্রহণ কইরা ভারতীয় উচ্চাঙ্গ সংগীত শিখসিলো গিয়া, এই আর কি | কি কমু ? কাসা বয়স, জ্ঞানের সাইতে ধম্ভ বেশী | কত কি কইল, সব লম্বা লম্বা কথা | জবাব দিই নাই | কি হইব ? বুঝবা না | তাই ক্ষান্ত দিলাম যদি বয়ঃপ্রাপ্তির সাথে সাথে সম্বিৎ ফিরে পায় | যাই হোক, লেখে বেশ | বকেও বেশ | তবেই না প্রবাদবাক্যে কইসে, কি জানি কি বিদ্যা ভয়ঙ্করী ?
রচয়িতা : সুগত বসু (

No comments:

Post a Comment