Friday 5 March 2021

বাংলা ভাষার নবকলেবরপ্রদানকল্পে সামান্য প্রয়াস

 
বাংলা ভাষার নবকলেবরপ্রদানকল্পে সামান্য প্রয়াস

--------‐-------------------------------------------
বাংলা ভাষা বলিষ্ঠ হোক ! অতিরিক্ত ভাবসংযুক্ত না করে, ক্রিয়াপদের ব্যবহার কমিয়ে ও বাক্যসংকোচন করে ভাষাকে নবকলেবর প্রদান করা আশু কর্তব্য | বাংলা ভাষা পৌরুষপূর্ণ হবে এই অভিলাষ পোষণ করেছিলেন স্বামী বিবেকানন্দ | সেই প্রচেষ্টায় উদ্যত হয়েই লেখকের এই প্রয়াস | অতি সন্তর্পণে শব্দপ্রয়োগ করতে হবে যাতে সামান্যতম ধ্বনির দুর্বলতা ভাষাকে আক্রান্ত না করে | এর জন্য শুধু স্বীয় পৌরুষ আবশ্যক এমন নয় | এর জন্য চাই অভ্যস্ত কিছু শব্দ ও বাক্যবিন্যাস বর্জন, অব্যয়ের সমধিক প্রয়োগ ও ভাষায় ভাবসংযম | আজ সূচনা করা গেল এক পাঠকের অনুরোধরক্ষাকল্পে | প্রয়াস চলতে থাকবে ক্রমান্বয়ে |
রচনা : সুগত বসু (

No comments:

Post a Comment