Friday 26 March 2021

বাঙালী বীর বুদ্ধিজীবি !


উচ্চশিক্ষিত মানুষ প্রায়শই আরো বেশী অশালীন বলে প্রতীত হন স্বল্পশিক্ষিত মানুষের চেয়ে যখন তাঁরা ভারতবর্ষের দেবদেবী, অবতার, মহাপুরুষ ও সনাতন সংস্কৃতি সম্বন্ধে সুললিত ভাষায় অসংযত ভাব প্রকাশ করে থাকেন | এ অপরাধে বুদ্ধিজীবি বাঙালী সর্বাপেক্ষা দোষযুক্ত বলে বোধ করি | হিন্দুর সংস্কৃতিকে গালি দেওয়ায় যাঁদের এত রুচি ও দুঃসাহস, তাঁদের সমসাহস কিন্তু দেখা যায় না মুসলমানের ধর্ম সম্বন্ধে একই ভাষায় কটাক্ষপাত করাতে | পরিণামচিন্তা এসে পড়ে তখন | বাঙালী বুদ্ধিজীবিকে তাই বীর আক্ষায় যথার্থই ভূষিত করা যায় | এঁরা হলেন হিন্দুবিদ্বেষী শ্রদ্ধাহীন কাপুরুষের দল শিক্ষা যাঁর সংস্কৃতিতে রূপায়িত হয়নি | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment