নন্দী-ভৃঙ্গী সংবাদ
-------------------------
ভৃঙ্গী : ভাই নন্দী,
তোর ওখানে আজ কি রে ?
নন্দী : ফুটবল ম্যাচ |
এক পায়ে শট,
গোলকীপার ফট্ |
ভৃঙ্গী : বলিস কি রে ?
এ যে বাইচুঙের ছেলে,
বাংলার পেলে |
ভাই, এমনও কি মেলে ?
নন্দী : ছেলে নয়, ছেলে নয়,
কিন্তু বসে করে ড্রিবল্ |
হাই ভোল্টেজ খেলা ভায়া,
রেড কার্ডে স্ক্রিবল্ |
ভায়া, গেরাম এখন খেলার মাঠ,
তিন বামুনের খেলা |
শট মেরে করে বোল্ড আউট,
বাকি, গালাগালির মেলা |
ভৃঙ্গী : এপক্ষে তো পেলে |
হ্যাঁরে, উল্টোদিকে কে ?
নন্দী : ঘরের ছেলে অধিকারী,
গেরাম আছে ছেয়ে |
বাকি সব বহিরাগত,
কহেন বাংলার মেয়ে |
ভৃঙ্গী : এ বহিরাগত কি বটে ?
নন্দী : হিন্দীতে কথা কয়,
ভারত করেছে জয়,
বাংলার মেয়ে যাকে
মনেপ্রাণে পায় ভয় |
ভৃঙ্গী : তোর কি হবে, ভাই ?
নন্দী : কালচক্রে আবর্তন,
যথার্থ পরিবর্তন |
পরাণ যাবে মোর,
রক্তিম অম্বর,
ওই ফুটছে দেখো ভোর |
শিল্প হবে শেষে,
চোদ্দ বছর এসে,
মাঠে যাবে মিশে
মোর প্রাচীন পরিচয় |
জয়, পরিবর্তনের জয় !
জয়, মানুষের জয় !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment