দেশপ্রেম পরে হবে ; আগে চরিত্রগঠন হোক !
-------------------------------------------------------------
মানুষের চরিত্রগঠন না হলে কিছুই হবার নয় | আজ এক উচ্চশিক্ষিতা এমেরিকাবাসি বাঙালী ভদ্রমহিলা আমার পোস্ট বেমালুম কপি-পেস্ট করে আমাকেই বক্তৃতা দিচ্ছেন ! ইনি আবার মোদী তথা বি.জে.পি. তথা হিন্দুত্ববাদী মহা সোচ্চার অনুগামী | কিন্তু ওই যে বললাম, চরিত্রগঠন হয় নি মোটেই | হলে কি আর এভাবে আমারই পোস্ট চুরি করে আমার ওপরই তরপাবার প্রয়াস পান ? অবশ্য, সুবিধা করতে পারেন নি কারণ প্রতিক্রিয়াটি সামলাতে পারেন নি | ভেবেছিলেন তরপালে জিতে যাবেন | কিন্তু সে গুরে বালি ! যাই হোক, এই নিয়ে দুবার হল কপি-পেস্ট প্রকল্প | তাই বলছিলাম, দেশপ্রেম পরে হবে ; আগে চরিত্রগঠন হোক |
রচয়িতা : সুগত বসু (
No comments:
Post a Comment