Thursday 18 March 2021

FACEBOOK NEW MESSAGES AND TWEETS ... 30


FACEBOOK NEW MESSAGES AND TWEETS ... 30

1. Idiots abound in the political word as fresh inductees manifest their special talent in the art of idiocy to embellish the political culture of Bengal. Would it were that they had studied more in their student days to have deserved better !

2. Diabolism in Bengal. Where is democracy?

3. রাজনৈতিক নেতানেত্রীর পূজোপাঠের ঘটা দেখে মনে হচ্ছে যে সুব্রমনিয়ন স্বামী ঠিকই বলেছিলেন, "India is already a Hindu Rashtra."

4. এক বিড়িতে তিন টান, হাসতে হাসতে যায় প্রাণ | নিহত বাঘ আর আহত বাঘ, ওরে চার্লি ভাগ, ভাগ !

5. সেরে উঠছে বোধ হয় | পতিদিন পতাপ বাড়ছে ! পার্থীতালিকায় ওঁর ৩৯৩ | উনি একাই ১০০ কিনা | আহত বাঘ বলে কথা, বাবা, যে সে বাঘ নয় !

6. The Arnab Goswami boisterous business has started in Bengal. His tricks are failing with the Bengali.

7. অর্থশ্রীটাই বাকি ছিল | তাও হয়ে গেল নির্বাচনের তোড়ে |

8. আহা, এতদিনে হিন্দু হল ! কি আকুতিভরা মন্ত্রোচ্চারণ ! হোক না ভুল ভাল একটু আধটু | তবু তো মন্ত্রশ্রী হল !

9. বাংলার বন্ধনদশা !

10. সত্য কি তাহলে দলের থেকে ছোট ?

11. ঢাঁহা মিথ্যে কথা বলতে শিখতে হয় এই সব নেতানেত্রীদের কাছ থেকে | মিথ্যাসিদ্ধ মহীয়ান, মহীয়সী সব !

12. মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তা শুনে মনে হয় উনি বাংলার মুখ্যমন্ত্রী নন, বাংলার রাণী, এবং বাঙালীরা ওঁর দয়াদাক্ষিণ্যের মুখাপেক্ষী প্রজা |

13. It is amazing to see how partisan people can be. Literally no allegiance to truth !

14. কি অশ্রাব্য ভাষাপ্রয়োগ ! বাংলার সংস্কৃতির কথা ইনি বলেন ? যে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিরসা মুণ্ডা, বাবাসাহেবের নাম এত নেন কথায় কথায়, তাঁরা আজ যদি শুনতেন বাংলার মেয়ের এই বচনসমূহ, তো কি বলতেন ? বাহবা, মেয়ে আমাদের সংস্কৃতির যোগ্য ধারক বাহক বটে !

15. আগে তো 'রফলা' উচ্চারণ করতে শিখতে হবে, তারপর তো প্রগতি | থুড়ি, থুড়ি, পগতি !

16. Bengal becoming Bangladesh slowly but surely !

17. Central nervous systemএ ওঁর কি যেন একটা গণ্ডগোল হয়েছে ! ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু হয়েছে |

18. ওঃ, কি ভয় পেয়েছে ! ঠেলার নাম বাবাজী ! বোঝো এবার ! এর নাম জনতার রোষ |

19. বাংলা কি তাহলে ভারতবহির্ভূত ?

20. অসম্ভব মিথ্যে কথা বলেন এবং তেমনি অশ্রাব্যভাষায় | কি শিক্ষা পাবে বাংলার ছেলেমেয়েরা এঁর কাছে ?

21. বাংলার নির্বাচন প্রস্তুতিপর্ব এত হিংসাত্মক ! বাঙালীর সংস্কৃতি নয় কি এটা ? নাকি সবই বহিরাগতরা করছেন এসব ?

22. The saffron colour of the flag in India predates the inauguration of the tri-colour that adorns our National Flag. Hence, to demean it indiscriminately is to falsify history and insult India's Hindu heritage.

23. Republican cheap, populist pseudo-journalism has now started in West Bengal as well. The babble is on the rise.

24. অর্থ নেই, তবু প্রতিশ্রুতি | এই অর্থশ্রীই হবে বাংলার অনর্থশ্রী !

25. ভগবানের আশীর্বাদ আর লাগছে না | মাননীয়ার কৃপা পেলেই হল | ওই উনিই সব !

26. খবরদার বিশ্বাস করবেন না মুৃ্খ্যমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী কিছু দেবেন আপনাদের | ওঁদের কি বা আছে দেবার ? যা দেবেন, সবই ঠাকুর দেবেন | সব কিছুই তো তাঁর | এইটি মনে রাখবেন |

27. বোকা বোকা জিনিসগুলো চালাক চালাক করে দেয় | কি গ্যাঁড়াকল রে বাবা ! থুড়ি, মা !

28. ঘরের শত্রু মীরজাফর, বিভীষণ নয় | তার একটা কারণ আছে -- বলব না | বললে যদি চেয়ার থেকে নেমে ধরে ! কে রিক্স নেবে, বাবা ? দৌড়েও পার পাবো না | কারণ, পুরো ফিট্ |

29. "এমন ব্যাটিং করো যে বি.জে.পি. পুরো বোল্ড আউট হয়ে যায় |" ... বিরাট কোহলী, ব্যাটিং শেখো ! কিছুই তো জানো না | শেখো, শেখো !

30. বাংলার আর চিন্তা নেই | ভগবতী এসে গেছেন | এবারের আগমন হইলচেয়ারে !

31. বাংলার নতুন সুপারহিট - 'গদ্দার' !

32. দাতা কর্ণ শুনেছি ছোট থেকে | কিন্তু 'expire' হয়ে গেছে | এখন থেকে দাত্রী মমতা ! ভাষা পাল্টাও ভাষাবিদ, ভাষা পাল্টাও !

33. তা'লে কি যাবার পালা ?

34. যাবার সময় স্বরূপদর্শন করাচ্ছেন আর কি | তা ভাল | নিজের ভাব ও ভাষা মেলে ধরেছেন | "দ্যাখ্ বাঙালী, দ্যাখ্ | আমার মতন আছে কেবল এক !"

35. এতদিনে একটি রাজনৈতিক দল দেখছি যাঁরা ভারতবর্ষের সনাতন হিন্দু সংস্কৃতির প্রতি যথার্থ শ্রদ্ধাশীল ও যাঁরা স্বদেশকে মাতৃজ্ঞান করেন |

36. বাংলার সর্বনাশ বাঙালী স্বয়ং করেছে | যতদিন এই বাঙালী-অবাঙালী বিভেদ করবে বাঙালী, ততদিন বাঙালী ভারতীয় হতে পারবে না, এক অসুস্থ প্রাদেশিকতার শিকারই থাকবে |

37. প্রকাশ্যে যদি এর'ম গালাগালি দেন এন্তার, তা'লে আড়ালে না জানি কি কি দেন ?

38. বাঙালী আজও কেমন করে সংস্কৃতির গর্ব করে এই যদি নেত্রীর সাংস্কৃতিক নিদর্শন হয় ?

39. বাঙালী, ব্যবসা কর | নইলে, ধসে যাবে | শুধু নাচ, গান, কবিতা আর আঁতলামো করে আর বেশী দিন নয় | মেয়াদ ফুরোলো |

40. "আমি একটা গাধা |" যাক, এতদিনে বোধোদয় হল !

41. While watching TV the effeminate advertisements nauseate me. Has India lost manhood that it should resort to such debilitating stuff ?

42. বি.জে.পি. যা সংকল্পপত্রে প্রকল্পের কথা প্রকাশ করলেন তাতে মনে হচ্ছে বিশ্ব ব্যাঙ্ক বাংলার অভূতপূর্ব উন্নয়নকল্পে সারা পৃথিবীর অর্থ ঢালবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন |

43. টেলেভিসন সাংবাদিকতা তো নয়, অসভ্যতার মেলা ! যেমন করে হোক দর্শক চাই | ভারতবর্ষ আজ অপসংস্কৃতির আবাসস্থল | বাংলাও কি তাই ? ওটা তো আবার ভিন্ন দেশ বলে মনে করছেন কেউ কেউ !

44. The quiet confidence of Abbas Siddiqui, his smiles that veil a hidden intent, intelligence that gets past journalistic interrogation effortlessly, inflammatory oratory, theological training with its well-known politically preferred ends and his newly formed alliance with the Communists and the Congress, all pose a growing challenge to the polity in West Bengal. How you will react to it will determine the future course of politics in this State.

45. I simply cannot fathom this new-founded secularism of political Islam. What is this Indian Secular Front after all? Is it a new facade for an old end?

46. মুখ্যমন্ত্রী মা-বোনেদের শিখণ্ডী করে নিজে পেছনে থাকবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন | আর চিন্তা নেই !

47. এর'ম বোকা বোকা কথা বলতে আমি কোনো নেত্রীকে জীবনে দেখিনি | এঁর বোকামিকে যাঁরা সমর্থন করেন, তাঁদের বুদ্ধিশুদ্ধি সম্বন্ধেও যথেষ্ট সন্দেহের অবকাশ থেকে যায় |

48. "আমি সকালে খাই না, আমি দুপুরে খাই না, আমি বিকেলে খাই না, আমি শুধু রাতে খাই | আমার কি চাই বলুন তো ?" ভোট !

49. মাথাটা পুরো গেছে | যা গরম ! ওঁকে দোষ দেওয়া যায় না |

50. Why is it that people cheat? Dies not self-respect with it?

51. There is only one way to build the country. And it is to build character in large numbers of the citizenry.

52. Let us make an earnest effort to manifest strength of character by being honest in our dealings with our fellow men and then we may talk big on patriotism and all its ilk.

53. It pains me to see so much dishonesty in apparently honest people.

54. Pointless advertising yourself to be a proud Hindu or a proud Hindutvavadi if you do not practise the principles and precepts of Hinduism. Honesty, simplicity and truthfulness are three basic virtues which all proud Hindus must possess and put to good use in life. Add to it work in the spirit of service.

55. It is easy for overseas Indians to sit in USA and lecture us who reside in India about patriotism and Modi-ism but difficult to come down here in India and share our woes with us and work to build a better India. Our PM must not pamper overseas Indians too much.

56. Our politicians would not be corrupt the way they are were we not so as well. It is out of a decadent polity that arise roguish politicians. Would it were that we pretended less that we were good and became good in truth ! Only then may we deserve better politicians.

57. It is not food alone that sustains a man but respect given unto him by his near and dear ones.

58. What is the point in analysing Thakur? Let us only love him.

59. Swamiji and his brother disciples lived in abject poverty in the Baranagar Math. Let us never forget the misery they suffered for us.

60. Swamiji was a wonderful singer. He sang well enough to send Sri Ramakrishna into transports of joy.

61. In this election campaign Amit Shah has been the only one apparently who mentioned Bagha Jatin by way of hallowed remembrance but Rash Behari Bose was yet left out. I feel saddened at this omission.

62.

A divine mother in the guise of a dancing girl at the Khetri Palace sang her way into the sanctum sanctorum of Swamiji's heart and removed all sense of gender distinction from his ordinary human interaction. Swamiji blessed her in turn and eased her way to divine illumination. This remains one of the most touching episodes of Swamiji's life.

63. We must look centuries ahead for our national security. The Hindus fell behind it, the Muslims invaded. The Muslims fell behind it, the Europeans invaded. Now if India falls behind, who will invade? We cannot trust the Americans nor the Chinese nor ever the British again. We can but trust ourselves. Can we? Can we not?

64. It is the will that governs mankind. The stronger the will, the more lasting the following provided the purpose be pure as well.

65. ভীড় দেখে তো ভয় পাবে !

66. Can a negative Chief Minister do anything positive for West Bengal?

67. London was built by robbing Bengal. How ignorant of Bengal's history must our Chief Minister have been that on assuming office she declared that she would transform Kolkata to London ! Shame ! Sacrilegious aspiration of a Chief Minister in utter innocence of British depredation of Bengal !

68. The Hindu temples were treasure houses which is why the Muslim rulers looted them and often destroyed them to suit their military ends and at times bigoted religious ends for good measure.

69. Can any politician of the day say that she/he will maintain her/his word of honour in the tradition of the Rajput heroines/heroes of yesterday?

70. A Prime Minister is great when he is loved by all the citizens of the country.

71. Why is it that so little is mentioned of Maharana Pratap Singh in our social discourse on patriotism? He was one ruler who never bowed down to the invader Akbar. Our leaders must learn self-respect and patriotism from this great son of Mother India.

72. We should vigorously defend Hinduism and never denigrate it. It is our dharma, our culture, our pride, our everything.

73. What a desperate attempt to salvage a lost situation ! Shipwreck for sure ! Now who can save ?

74. Who's winning this time?

75. "আমি নরেন্দ্র মোদীর মত এত বড় মিথ্যেবাদী কোথাও দেখিনি |" ... মমতা বন্দ্যোপাধ্যায়
Cassius : Tell me Brutus, can you see your face? Brutus : No, Cassius ; for the eye sees not itself but by reflection, by some other things.' (Julius Caesar...Shakespeare) অতএব, দেখতে পাননি এটিই তো প্রাকৃতিক নিয়ম অনুযায়ী স্বাভাবিক | কি বলেন ?

76. মমতা যাই বলুন, ভারতীয় জনতা পার্টির ভারতীয় সভ্যতার মানদণ্ড মেনে চলা উচিত বাকসংযম যার ন্যূনতম উপাদান | বাংলার মানুষ এবার সংস্কৃতিবান শাসনব্যবস্থা চান, নৈরাজ্য নয় |

77. প্লাস্টার, ক্রেপ ব্যাণ্ডেজ ইত্যাদি বলতে গিয়ে কিন্তু বারমুডা পরলে পারেন মন্তব্যটি বাড়াবাড়ি হয়ে গেল | এভাবে জনসাধারণের সহানুভূতি হারাবেন বক্তা ও তাঁর দল |

78. The Bermuda angle could backfire in Bengal. Regrettable statement. Greater exercise of verbal control necessary where it concerns the feminine body.

79. উভয়ধর্মেই আছেন -- চণ্ডীপাঠ ও কালমাপাঠ | নাকি কোনো ধর্মেই নেই ? সবই হাতিয়ার |

80. ২ মে, ২০২১ কি তাহলে 'আগন্তুক'এর আগমণ ?

81. মমতা একা একদিকে আর মোদী, শাহ, নাড্ডা বাহিনী আর একদিকে | মমতার ক্ষমতাই আলাদা ! মানতেই হবে |

82. নাম করতে পারেন আজকের দিনের কোনো চরিত্রবান/চরিত্রবতী নেতা/নেত্রীর ?

83. The effeminacy that affirms itself on the television screen by way of advertisement of products is injecting the poison of a low sensual culture quite apart from the heritage culture of age-old India.

84. বাঙালী আর নাচলে গাইলে বাংলার ভবিষ্যৎ অন্ধকার | এবার বিবেকানন্দের অনুগামী হোন | বলবীর্য প্রকাশ করুন |

85. রিপাবল্কিক টিভির অসভ্যতা শুরু হয়ে গেছে বাংলা চ্যানেলে | সেই বাজারের শোরগোল !

86. বিজ্ঞাপনের দাক্ষিণ্যে টিভি দেখা আবার অবিদ্যামায়ার বিজ্ঞাপন সহ্য করা, তাও এক দায় |

87. 'কথামৃত সঙ্ঘ' তৈরী করতে চাই | যাঁরা আগ্রহী তাঁরা কমেন্ট সেকশনে জানান |

88. হিন্দুধর্মের তথা ভারতের উত্থান চান তো প্রত্যহ কথামৃত পাঠ করুন |

89. জীবনে শুনেছেন 'দোল মোবারক' ? মুখ্যমন্ত্রী শোনালেন | বর্ণসংকর শুনেছি কিন্তু এ যে ভয়ঙ্কর ভাষাসংকর, সাঙ্ঘাতিক সংস্কৃতিসংকর !

90. ওঁর ব্রেনটা পুরো মিক্সি হয়ে গেছে | কখন যে কি বেরোয় কিছুই বলা যায় না | পণাম-সেলাম, এক পায়ের শট মেরে বোল্ড আউট করা, চণ্ডীপাঠ-কালমাপাঠ, দোল মোবারক ইত্যাদি ভ্যারাইটিস জিনিসপত্তর আর কি !

91. মা কালীর মানে কি ? The bare form of death. মৃত্যুর অনাবৃতমূর্তি |

92. My personal take on religions that convert is that they are violent creeds which foster division between man and man and will eventually die their natural deaths on account of their unnatural stress on conversion. Science will ring their death-knell.

93. The British tricked us into submission. We should never trust them. The British divided us and partitioned our country. We should never forgive them till divine retribution be visited upon them.

94. We do not want to become, as Swamiji said, 'lying masks of men' in old age from the efflorescent innocence of youth once. To avoid this despicable fate let us read 'The Gospel of Sri Ramakrishna' which will perennially inspire us with fresh insights into the divine within us.

95. Let us follow Shivaji instead of Gandhiji.

96. Give up this mental enslavement to the colonial powers of the past and their modern manifestations in the West. Be proud to feel that you are citizens of a sovereign state. Let no colonial hangover mar this hard-fought freedom.

97. Aurangzeb Road in New Delhi was renamed A.P.J. Abdul Kalam Road. Why? What are the GOI's plans for the city of Aurangabad in that case?

98. AKBAR THE GREAT?
At Akbar's orders 30,000 innocent civilians of Chittor were slain after hostilities had stopped and the Mughals had already won a significant victory in February, 1568. The old, the infirm, women and children, none were spared. Houses were set on fire and the capital city, flourishing a few days earlier, was reduced to a ghost city. Akbar was teaching the population the lesson for being patriotic and loyal to their sovereign, Rana Udai Singh II.

99. What about changing Akbar Road to something more humane, perhaps, say, Maharana Pratap Road?

100. What about changing Lenin Sarani to Rash Behari Bose Sarani?

No comments:

Post a Comment