Sunday 7 March 2021

বিষয় বলিষ্ঠতা


বিষয় বলিষ্ঠতা

---------------
বাঙালী কি বলিষ্ঠ ভাষায় কথা বলতে জানে না ? কি দুর্বল ভাষাপ্রয়োগ ! প্রতিটি বাঙালীর ন্যূনতম দুবছর সামরিক শিক্ষার প্রয়োজন | তবে যদি এই দুর্বলতা যায় | দিবারাত্র দুর্বল কবিতা পাঠ করে আর গান গেয়ে বাঙালী পৌরুষবিবর্জিত হয়েছে | স্বামীজী বারবার এই অতিকোমল হাবভাব ত্যাগ করতে আহ্বান করেছিলেন বাঙালীকে | কিন্তু DNA ত্যাগ করে কি করে বাঙালী ? তাই স্বামীজী ব্যর্থ প্রতিপন্ন হয়েছেন এ বিষয়ে ও রবীন্দ্রনাথের জয়জয়াকার |
রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment