Saturday 29 August 2020

হায় ! এখন কী আর করা যায় ?


হায় ! এখন কী আর করা যায় ?

---------------------------------------------

চিত্রশিল্পী হলে ভাল হত | ঠাকুর-মা-স্বামীজীর খুব ছবি আঁকতাম আর অধিকাংশ লোকের বাহবা কুড়োতাম | কিন্তু কী করি ? ছবি আঁকতে একেবারেই পারিনা | শুধু লিখতেই জানি | আর অবশ্য গাইতে পারি কিঞ্চিত, এই যা |

বিগত কয়েক দশক দেশের শিক্ষার যা হাল, সংস্কৃতি বেহাল | কে পড়বে ভাল লেখা মশাই ? আর পড়া মানেই তো দোষ ধরা | অনুমোদন নয়, অনুপ্রেরণা দেওয়া নয়, এমনকি 'লাইক' দেওয়াও নয় ; শুধু ত্রুটিবিচ্যুতি বের করার প্রভূত প্রয়াস যাতে আত্মপ্রতিষ্ঠাটি যথার্থ হয় |  কিন্তু তাতে তা হয় কি ? অবশ্য দু একজন এর ব্যতিক্রম আছেন বইকি | তবে তা প্রায় ধর্তব্যের মধ্যে পড়ে না | বাকি সব সঙ্কুচিতচিত্ত বেদান্তবাক্যবাগীশ নচেৎ ঠাকুর-মা-স্বামীজীর অবয়বের একান্ত ভক্ত, ভাবের নয় | তাঁদের ভাব বেশ কিছুকাল ঐ গঙ্গাবক্ষে বিসর্জিত হয়েছে | বেঁচে রয়েছে তাঁদের ভাগবতী তনুর কাঠামোটি তাঁদের নেত্রকুল ভক্তমণ্ডলীর নয়নসিন্দুকে বন্দি থাকার জন্য |

হ্যাঁ, সিন্দুকই বটে, অন্তত নিন্দুকে তাই কয় | ভাব গেছে, বাণী গেছে, শিক্ষা গেছে, শুধু কাঠামোটি রয় |

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment