Thursday 27 August 2020

সংগীতশিল্পী হতে হলে সহজাত প্রতিভা চাই

 


সংগীতশিল্পী হতে হলে সহজাত প্রতিভা চাই
------------------------------------------------------------

গলার কাজ থাকলেই তো শুধু হয় না, সুরের সূক্ষ বোধটি থাকা চাই, আর পরিমাপজ্ঞান ও সৌন্দর্যবোধ | তবেই হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীত পরিবেশনার যোগ্যতা আসে | নচেৎ তা হয়ে ওঠে সংগীতের নামে প্রহসন, নান্দনিক বোধবিবর্জিত নিজ আত্মপ্রতিষ্ঠার ব্যর্থ সাংগীতিক প্রয়াসমাত্র |

আর সুরই বা লাগে কই ঠিকমত যেখানে প্রতিভার অভাবহেতু সহজাত সাংগীতিক স্ফূরণ ঘটেনি ও উপযুক্ত গুরুর কাছে শিক্ষালাভের সৌভাগ্য হয়নি ? আপাতদৃষ্টিতে যা সংগীতসাধনা বলে পরিগণিত হয়, তা সম্পাদন করলেই শিল্পী হওয়া যায় না | আরও কিছু লাগে -- তার নাম প্রতিভা |

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

আলোকচিত্র : খাঁ সাহেব আব্দুল করিম খাঁ

No comments:

Post a Comment