Sunday 23 August 2020

বন্দে মাতরমের অপসারণ ইতিহাস ক্ষমা করে নি, করবে না |

বন্দে মাতরমের অপসারণ ইতিহাস ক্ষমা করে নি, করবে না |

---------------------------------------------------------------------

'বন্দে মাতরম' দেশমাতৃকার শৃঙ্খলমোচনের মন্ত্র যার তুল্য অন্য কোন জয়ধ্বনি কোনদিনও বিবেচিত হতে পারে না | তাই, 'জয় হিন্দ' বলতে গিয়ে যেন 'বন্দে মাতরম'কে ভুলে না যাই | বিপ্লবীদের আদি মন্ত্র 'বন্দে মাতরম' যার রব তুলে হাসতে হাসতে তাঁরা ফাঁসির মঞ্চে আত্মাহূতি দিয়েছেন |

স্বাধীনতা সংগ্রামের শেষ চরণে দেশের ঐক্য রক্ষার্থে নেতাজী দেশমাতৃকার উদ্দেশ্যে উচ্চারিত এই পূতমন্ত্রটি বিসর্জন দিলেন জয় হিন্দের বেদীমূলে | কিন্তু তার পূর্ববর্তি কাল অবধি তিনি স্বয়ং এই মন্ত্রেই নিজেও দীক্ষিত ছিলেন ও এই মন্ত্রকেই পবিত্রতম মাতৃসম্বোধন বলে জ্ঞান করেছেন | অথচ, পরিস্থিতির চাপে, কিয়ৎ প্রয়োজনে, হিন্দু-মুসলমান ঐক্যসাধনে তৎপর নেতাজী এই মাতৃমন্ত্র বিসর্জন দিলেন জয় হিন্দের জাহ্নবীসলিলে |

আবিদ হাসানের উদ্ভূত 'জয় হিন্দুস্তান কী জয়' ধ্বনির সংক্ষিপ্তকরণ করে নেতাজী ভবিষ্যৎ ভারতের জয়ধ্বনি নির্ণীত করলেন | কিন্তু সেই মুহূর্তে বঙ্কিম-রচিত বন্দে মাতরমের হল সলীলসমাধি | বিপ্লবের গৌরবগাথা, যা ঐ সম্বোধনে মূর্ত ছিল অক্ষয়কিরণে আলোকিত হয়ে, তা মুহূর্তে মিলিয়ে গেল একপ্রকার বিস্মৃতির অতলান্ধকারে | বিপ্লব অবমানিত হল এই মুসলমান স্বার্থরক্ষার্থে |

যে কারণে এই মর্মান্তিক পদক্ষেপ গ্রহণ -- ভারতের রাজনৈতিক অখণ্ডতা রক্ষা -- তা কিন্তু সম্পাদিত হল না | বন্দে মাতরমের মৃত্যুর সাথে সাথে দেশমাতৃকা ত্রিখণ্ডিতা হলেন | মুসলমানের মানরক্ষা করার অতীবপ্রয়াস স্বাভাবিকভাবেই ব্যর্থ হল | ইসলামের ধর্মনীতিকে প্রাধান্য দিয়ে, আর্য ঋষির প্রবর্তিত মাতৃমন্ত্রকে উল্লঙ্ঘন করে, বিপ্লবের অধিক ইতিহাসকে উপেক্ষা করে হিন্দু-মুসলমান ঐক্য এলো না | পাণ্ডব স্বার্থত্যাগ করলেন কিন্তু দুর্যোধন সূচাগ্রমাত্র ভূমি ত্যাগ করলেন না | দেশমাতৃকা ত্রিখণ্ডতা হলেন |

যেদিন 'বন্দে মাতরম' স্বাধীনতা সংগ্রামীর স্বতঃস্ফূর্ত সম্বোধন হতে অপসারিত হল, সেদিন দেশমাতৃকার শৃঙ্খলমোচনে বীরগতিপ্রাপ্ত নরনারীর মনোভাব কি ছিল তাই ভাবি, যাঁরা এই পূতমন্ত্রকে অবলম্বন করেই একদিন অবলীলায় আত্মাহূতি দিয়েছিলেন |

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment