Sunday 16 August 2020

কবিতা লেখা সহজ, ফাঁসিকাঠে ঝোলা ঢের কঠিন ।

কবিতা লেখা সহজ, ফাঁসিকাঠে ঝোলা ঢের কঠিন ।

--------------------------------------------------------------

কবিতা লেখা সহজ । ফাঁসিকাঠে ঝোলা ঢের কঠিন । মাস্টারদা, দিনেশ গুপ্ত, ক্ষুদিরাম, রাজেন্দ্রনাথ লাহিড়ী, রামপ্রসাদ বিস্মিল, আস্ফাকুল্লা খাঁ, ভগত সিং, বসন্ত বিশ্বাস, কানাইলাল, সত্যেন, কার্তার সিং সারাভা প্রমুখ মৃত্যুঞ্জয়ী বীর হওয়া অনেক কঠিন । গান আর কবিতা লিখে অনুপ্রেরণা যোগানো এক আর ফাঁসিকাঠে হাসতে হাসতে প্রাণ বিসর্জনের জীবন্ত কবিতা রচনা আর এক । এ দুটিকে এক করার গর্হিত অপরাধ করবেন না । ক্ষমার অযোগ্য বলে পরিগণিত হবে মহাকালের বিচারালয়ে । বন্দে মাতরম !

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

আলোকচিত্র :
উপরে - বামে, মাস্টারদা সূর্য্য সেন ; দক্ষিণে, ক্ষুদিরাম বসু ;
নীচে - বামে, বসন্ত কুমার বিশ্বাস ; মাঝে, দিনেশ গুপ্ত ; দক্ষিণে, রাজেন্দ্রনাথ লাহিড়ী ।

No comments:

Post a Comment