Saturday 24 November 2018

সনাতন ধর্ম ... ১


সনাতন ধর্ম ... ১
--------------------

ধর্মের দুটি দিক আছে | একটি ব্যবহারিক দিক, আর একটি পারমার্থিক দিক | প্রথমটি সামাজিক সুস্থ অবস্থানের জন্য ও দ্বিতীয়টি মোক্ষলাভের জন্য |

খৃষ্ঠধর্ম, ইসলাম ও ইহুদি ধর্মে মোক্ষলাভের কোনো চিন্তাভাবনা নেই | তাদের চূড়ান্ত লক্ষ্য স্বর্গলাভ যেখানে একটি জন্মমাত্র পৃথিবীতে কাটিয়ে ঈশ্বরের অনন্তকাল সান্নিধ্যলাভ করবেন এই সকল ধর্মালম্বিরা | এই একটি পার্থিব জন্ম তাঁরা যাপন করেন ঈশ্বরের পরীক্ষা দেওয়ার জন্য যাতে সর্বজ্ঞ প্রভু এইরূপে জ্ঞাত হতে পারেন কার গন্তব্য স্বর্গ ও কার নরক | এ ভারী অদ্ভুত সর্বজ্ঞসত্তা সৃষ্টিকর্তার !

সনাতন ধর্ম একথা বলেন না | পুনর্জন্মবাদ ও কর্মবাদ এঁর ভাত্তভূমি | প্রকৃতির প্রবহমান জীবনধায়ায় জীব স্বরূপসন্ধানে নিত্য নিরত থাকে | কর্মসম্পাদনের দ্বারা জীব অভিজ্ঞতা লাভ করে এই মরজগতের অনিত্যতা সম্বন্ধে ও পরিশেষে পরিত্যাগ করে বাসনাকৃত সংসারের সমস্ত সংস্রব | এর নাম বৈরাগ্য, অর্থাৎ, বিষয়ে বিতৃষ্ণা | বৈরাগ্যের আগমনে সংসারত্যাগ | এই হল মোক্ষমার্গে চলার শুরু |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

আলোকচিত্র : স্বামী শান্তানন্দ

No comments:

Post a Comment