Tuesday, 13 November 2018

স্বামী নির্মলালন্দ কার শিষ্য ?

স্বামী নির্মলালন্দ কার শিষ্য ?
----------------------------------

সত্যটি জেনেও যাঁরা তা প্রকাশ করতে পরাঙ্মুখ, যাঁরা সত্যকে অবলুপ্তির পথে ঠেলে দিয়ে সত্যস্বরূপের প্রচারে নিরত, তাঁদের মোহান্ধকার এক পরমেশ্বরই পারেন ঘোঁচাতে | মহামায়ার রাজ্যে মন্ত্রী থেকে মোহন্ত, সকলেই বদ্ধ |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

আলোকচিত্র : পরমহংসদেবের ১৭ জন সাক্ষাৎ সন্ন্যাসী শিষ্য যাঁদের তালিকায় স্বামী নির্মলানন্দের প্রকাশ্য অন্তর্ভুক্তি নিয়েই যেন যত বিপত্তি | এর ফলে ইতিহাস বিকৃত হয়ে চলেছে বিগত কয়েক দশক ধরে ও অপূর্ণ তথ্য প্রকাশহেতু ভক্তজন বিভ্রান্ত | ইতিহাস কি বলে ? স্বামী নির্মলালন্দ কার শিষ্য ?

WHOSE DISCIPLE WAS SWAMI NIRMALANANDA?


Those who are averse to bringing the truth to light despite knowing it, they who are pushing truth along the path of oblivion and, yet, ever busying themselves with propagating the message of the embodiment of Truth, their darkness fraught with worldly infatuation only the Supreme Lord can dispel. From the minister to the mahant (abbot) all are bound in Mahamaya's magical realm.

Written by Sugata Bose

Photo : Paramhamsadev's 17 direct monastic disciples in whose list the open inclusion of Swami Nirmalananda is, as if, causing all the distress. As a result history is getting distorted over the past few decades and incomplete publishing of data is confusing devotees. What does history say? Whose disciple was Swami Nirmalananda?

No comments:

Post a Comment