যাঁর যেমন ভাব, তাঁর তেমন লাভ
________________________
যাঁরা অপরকে শরীর বলে জানেন, তাঁরা তাঁদের দেহগত, দেহজাত পাপকর্ম আলোচনাতেই ব্যস্ত | যাঁরা অপরকে মন বলে জানেন, তাঁরা তাঁদের মনোগত ত্রুটি খুঁজতেই ব্যাপৃত | আর যাঁরা অপরকে আত্মা বলে জানেন, তাঁরা তাঁদের নিজের সাথে অভিন্ন জ্ঞান করে সকলের আনন্দবর্ধন করেন |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment